Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কাশ্মীরে স্বাধীনতার দাবিতে এবার ছাত্রীরা রাস্তায়

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৭, ০১:৩৬


ইন্টারন্যাশনাল লাইভ: দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে আন্দোলন-সংগ্রাম চলছে ভারত অধিকৃত কাশ্মীরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতীয় নিরাপত্তা বাহিনী কারফিউ জারি এবং কড়াকড়ি আরোপ করলেও অদম্য কাশ্মীরীদের কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না।

স্বাধীনতার দাবিতে পুরুষদের পাশাপাশি নারীরাও শামিল হয়েছেন। তবে এবার কলেজ ছাত্রদের সঙ্গে পাল্লা দিয়ে ছাত্রীরাও স্বাধীনতার জন্য রাস্তায় নেমে আন্দোলন করেছেন। এমনকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়তেও দেখা যাচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে গত এক সপ্তাহ ধরে কাশ্মীরের বিভিন্ন এলাকায় সহিংস বিক্ষোভকালে পাথর নিক্ষেপকারীদের মধ্যে মেয়েদের দেখা যাওয়ার কথা তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ওপর পাথর নিক্ষেপকারীদের যেসব ছবি আগে ছাপা হতো, তাতে সাধারণত ছেলেদেরই দেখা যেতো। কিন্তু এখন কাশ্মীরী বিক্ষোভকারী আর ইট-পাটকেল নিক্ষেপকারীদের মধ্যে মেয়েদেরও দেখা যাচ্ছে।

কাশ্মীরে এক সপ্তাহ বন্ধ থাকার পর স্কুল-কলেজ খোলার পর এই দৃশ্য দেখা যায়। শ্রীনগরের বিভিন্ন এলাকায় ছাত্রদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বাঁধলে তাতে ছাত্রীরাও যোগ দেন।

শ্রীনগরের মওলানা আজাদ রোডে অবস্থিত সরকারি মহিলা কলেজের কাছে ছাত্রীদের পাথর ছুঁড়তে দেখা যায়।

পুলওয়ামা ডিগ্রি কলেজে পুলিশের অভিযানের পর সংঘর্ষ শুরু হলে তাতেও ছাত্রীরা যোগ দেয়।

প্রসঙ্গত, গত বছরের ৮ জুন কাশ্মীরের স্বাধীনতাকামী কমান্ডার ২২ বছরের তরুণ বোরহান ওয়ানি ভারতীয় বাহিনীর হাতে নিহত হন। এ ঘটনার পর থেকে কাশ্মীরে নতুন স্বাধীনতার দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কাশ্মীরজুড়েই টানা বিক্ষোভ হচ্ছে।

 

ঢাকা, ২৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ