Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভারতের মাওবাদীদের হামলা, নিহত ২৬

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৭, ০২:৫৫



ইন্টারন্যাশনাল লাইভ: ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় পুলিশের বিশেষ বাহিনী সিআরপিএফের ২৬ জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার দুপুরে ছত্তিশগড়ের সুকুমা জেলায় ওই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছে রায়পুর ও জগদলপুরে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, একটি সড়কের নির্মাণ শ্রমিকদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন সিআরপিএফের ওই জওয়ানরা। দুপুর ১টার দিকে তাদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। এতে ২৬ জওয়ান নিহত এবং ছয়জন আহত হয়েছে। তাদেরকে রায়পুর এবং জগদলপুরের হাসপাতালে নেয়া হয়েছে।

আহত এক জওয়ান জানিয়েছেন, মাওবাদীদের তিনশ লোক আমাদের ওপর গুলি চালায়। আমরাও তাদের লক্ষ্য করে গুলি চালাই। একজনকে আমি তিন থেকে চারটি গুলি করেছি।

সুকমার অতিরিক্ত পুলিশ সুপার জিতেন্দ্র সুকলা জানান, সড়ক নির্মাণের কাজে ৯০ জন জওয়ান নিয়োজিত ছিলেন। দুপুর ১২ টা ৪৫ মিনিটের দিকে মাওবাদীরা গুলি চালায়।

চলতি বছরের গত ১১ মার্চ এই সুকুমা জেলাতেই মাওবাদী হামলায় প্রাণ হারান ভারতের ১২ জন সিআরপিএফ সদস্য।

 

ঢাকা, ২৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ