Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভারতে কৃষকদের অভিনব প্রতিবাদ

প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৭, ২১:৪৭



ইন্টারন্যাশনাল লাইভ: ভারতের তামিল নাড়ু রাজ্যের কৃষকরা খরা মোকাবেলায় সরকারি সহায়তায় ও কৃষি ঋণের দাবিতে অভিনব প্রতিবাদে রাস্তা নেমেছে। শনিবার রাজধানী দিল্লির জন্তর মন্তরে বোতলে সংগৃহীত মূত্র পান করে তারা কেন্দ্র সরকারের উপর নতুন চাপ সৃষ্টি করেছে।
 
শুধু তাই নয়, দাবি পূরণ না হলে কৃষকরা পরবর্তী পদক্ষেপ হিসেবে মল খাওয়ারও ঘোষণা দিয়েছে। কৃষকদের অন্দোলনের এই কর্মসূচি দেখে রাজধানী দিল্লির সুটেট-বুটেট পথচারীরা চরমভাবে বিব্রত হচ্ছেন।
 
রাজধানীতে আসার পর কৃষকেরা তাদের আন্দোলনের অভিনব অনেকটা পাগলাটে কর্মসূচির জন্য ইতোমধ্যেই ভারতীয় গণমাধ্যমের প্রধান খবর হয়ে গেছে। নগ্ন হয়ে প্রতিবাদ, আতœহত্যাকারী কৃষকের মাথার খুলি নিয়ে সমাবেশ, ইঁদুর ও সাপ মুখে নিয়ে বিক্ষোভ, প্রতীকী শবযাত্রা, নিজ শরীরে আঘাতের মত উদ্ভট কর্মসূচি পালন করেছে কৃষকরা।
 
আন্দোলনকারী ৬৫ বছর বয়সী পালানিচ্যামাই বলেন, নিজেদের বর্জ্য পান কিংবা ভক্ষণ এটা আমাদের জন্য খুব লজ্জাজনক। কিন্তু সরকারেরও কি লজ্জা করা উচিত নয় যে কৃষকদের এরকম ভয়াবহতার দিকে ঠেলে দিচ্ছে তারা। যদি মোদী এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে দাবি নিয়ে আলোচনা করে তবেই এ ধরনের কর্মসূচি থেকে ফিরে আসা সম্ভব।’ খবর- হিন্দুস্তান টাইমস।

 

ঢাকা, ২২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ