Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এরদোগানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের ফোন

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৭, ০৩:১৪



ইন্টারন্যাশনাল লাইভ: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে অভিনন্দন জানিয়ে ফোন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণভোটে বিজয়ের পর সোমবার এক ফোনকলের মাধ্যমে কথা বলেছিলেন এ দুই বিশ্বনেতা।

ওই আলোচনায় সিরিয়ায় রাসায়নিক গ্যাস ব্যবহারের জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করেন দুই নেতাই।

দুজনই একমত হন যে, আইএসসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী দমনে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

তাদের ওই ফোনালাপের পর থেকেই আন্তর্জাতিক মহলে বিশ্লেষণ চলছে কেন ট্রাম্প এরদোগানকে ফোন দিয়ে শুভেচ্ছা জানালেন। যেখানে গণভোটে বিজয়ের মাধ্যমে এরদোগান একচ্ছত্র ক্ষমতা তার হাতে নিতে চাইছেন। এরদোগানের বিরোধীপক্ষ অভিযোগ করছে, অধিক ক্ষমতা নিয়ে তিনি স্বৈরশাসকে পরিণত হবেন।

এসব সমালোচনার মধ্যেই হোয়াইট হাউজ থেকে এরদোগানকে অভিনন্দন জানানোর ব্যাখ্যা দেয়া হয়েছে।

হোয়াইট হাউজের উচ্চপদস্থ কর্মকর্তা সারাহ স্যান্ডার্স বলেন, আইএস বিরোধী যুদ্ধে তুরস্ক একটি শক্তিশালী পক্ষ। তারা ও আমরা উভয়ই আইএসের বিরুদ্ধে যুদ্ধ করছি। তাছাড়া ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ অংশীদার তুরস্ক।

এসব বিষয় বিবেচনায় নিয়েই ট্রাম্প এরদোগানকে ফোন করেছেন। এই ফোন কল নিয়ে হোয়াইট হাউজ বিন্দুমাত্র অনুতপ্ত নয় বলে উল্লেখ করেন তিনি।  
 
সংবিধান সংশোধনের ১৬ এপ্রিলের ওই গণভোটে ৫১ভাগেরও বেশি ভোট পেয়ে হ্যাঁ জয়যুক্ত হয়।

এর মাধ্যমে সংসদীয় ব্যবস্থা থেকে কার্যত প্রেসিডেনসিয়াল ব্যবস্থায় যাচ্ছে দেশটি।

 

ঢাকা, ১৯ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ