Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাশিয়ার ‘বাবা বোমা’

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৭, ০০:২৮





ইন্টারন্যাশনাল লাইভ: আফগানিস্তানে নিক্ষেপ করা বোমা যদি ‘সব বোমার মা’ হয় তবে রাশিয়ার কাছে আছে ‘সব বোমার বাবা’। বৈশিষ্ট্যে উভয় বোমার একটি মিল আছে; উভয়েই অপারমাণবিক বোমা।

দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, ওজনে ও ক্ষমতায় রাশিয়ার বোমাটি যুক্তরাষ্ট্রের চেয়ে চারগুণ। বোমায় সাধারণত যা ব্যবহৃত হয় তাই আছে ‘মা বোমা’য়। তবে ‘বাবা বোমা’য় আছে এরচেয়ে বেশি কিছু। লক্ষ্যবস্তুকে একেবারে পুড়িয়ে দেয় ‘বাবা বোমা’। ওই বোমায় অক্সিজেন দিয়ে দেওয়া হয়নি। বরং প্রকৃতি থেকেই অক্সিজেন সংগ্রহ করে নেয় ওই বোমা। শক্তিমত্তায় অন্যান্য বিস্ফোরকের চেয়ে অনেক বেশি শক্তিধর রাশিয়ার ওই বোমা। রাশিয়ার দাবি, যুক্তরাষ্ট্রের ‘মা বোমা’র ওজন ১১ টন। যেখানে রাশিয়ার ‘বাবা বোমা’র ওজন ৪৪টন!

২০০৭ সালের ১১ সেপ্টেম্বর বোমাটির কার্যকারিতা পরীক্ষা করে রাশিয়া। মস্কোর সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খারাপ হওয়ার পর থেকেই এ ধরনের বোমা তৈরির ঘোষণা দেয় রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সমালোচনা করেন। তবে নিজেও যুক্তরাষ্ট্রকে পাল্টা শক্তির প্রদর্শন করেন ।

গত ১৩ এপ্রিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নির্মূলে আফগানিস্তানে সবচেয়ে বড় অপারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। বোমাটির নাম দেওয়া হয়েছে, ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওবি)। তবে আইএস নিধনের জন্য ওই বোমা বানায়নি যুক্তরাষ্ট্র। ২০০৩ সালে তা ইরাকের সঙ্গে যুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করা হয়। তবে তা ইরাকে ব্যবহার করা হয়নি।

 

ঢাকা, ১৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ