Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাশিয়ায় মেট্রো স্টেশনে দু’দফা বিস্ফোরণ, নিহত ১০

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৭, ০৩:২৩

 

ইন্টারন্যাশনাল লাইভ: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেন্ট পিটার্সবার্গ শহরের একটি মেট্রো স্টেশনে দু’দফা এই বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয়েছে ১০ জন। আহত হয়েছে অর্ধ-শতাধিক লোক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৩ এপ্রিল) দ্বিতীয় প্রধান শহরটির সেন্নায় পোলশাদ স্টেশনের একটি সাবওয়ে কারে এ বিস্ফোরণ হয়। তবে এটি সন্ত্রাসী হামলা কিনা তা নিশ্চিত করে কিছু না বললেও কর্তৃপক্ষ ‘কোনো কিছুকেই’ উড়িয়ে দিচ্ছে না।

খবর পেয়েই ৮টি অ্যাম্বুলেন্স তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। হামলার পর সেন্নায় পোলশাদসহ আটটি স্টেশনে কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স একটি সূত্রের বরাত দিয়ে বলছে, একটি বিস্ফোরণ বোমার কারণে ঘটেছে।

পিটার্সবুর্গের পাতালরেলে এমন এক সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে; যখন পিটার্সবুর্গেই বেলারুশের প্রেসিডেন্ট অালেক্সান্দার লুকাসেনকোর সঙ্গে এক বৈঠকে অংশ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, বিস্ফোরণের কারণ এখনো পরিষ্কার নয়। হামলার সঙ্গে সন্ত্রাসবাদসহ সব দিক বিবেচনা করা হচ্ছে।

প্রথম বিস্ফোরণস্থল সেন্নায়া প্লোসচাদ মেট্রো স্টেশনের কাছে অন্তত ৮টি অ্যাম্বুলেন্স দেখেছেন বলে এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন। শহরের ইন্সটিটিউট অব টেকনোলজি স্টেশনের কাছে দ্বিতীয় বিস্ফোরণ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিস্ফোরণের ভিডিওতে দেখা যাচ্ছে, চারদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আহত ব্যক্তিরা। ধোঁয়ায় ঢেকে যাওয়া প্লাটফর্ম থেকে পালিয়ে যাচ্ছেন অনেকে।

এদিকে, বিস্ফোরণের পর পর সেন্ট পিটার্সবুর্গের মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। মস্কো মেট্রো বলছে, হামলার ঘটনায় সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গত বছরগুলোতে রাশিয়া একাধিকবার চেচেন বিদ্রোহীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে রাশিয়া। বিদ্রোহীদের এক নেতা এর আগে দেশটিতে হামলার হুমকি দিয়েছিলেন।

 

ঢাকা, ০৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ