Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ২৫৪

প্রকাশিত: ২ এপ্রিল ২০১৭, ১৬:৩৩

 

ইন্টারন্যাশনাল লাইভ: কলম্বিয়ার পুতুমায়ো প্রদেশে ভূমিধসে অন্তত ২৫৪ জন মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪শ’ জন।  এই ঘটনায় আরো দুই শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার কয়েক ঘন্টার বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর পানি উপচে প্লাবিত হয় প্রদেশের রাজধানী মোকোয়াসহ বেশ কিছু শহর। বন্যায় ভেসে গেছে অনেক ঘরবাড়ি, ধসে পড়েছে বেশ কিছু ঘর।

ধ্বংসস্তূপে শ্বশুরকে খুঁজে ফেরা ৪২ বছর বয়সী মারিও উসালে জানান, শুক্রবার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও ঝড় হয়। এতে আমার শাশুড়িও নিখোঁজ হন। দুই কিলোমিটার দূরে তাকে মাথায় গুরুতর জখম অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তার জ্ঞান রয়েছে।

শহরটির গভর্নর সরেল আরোকা কলম্বিয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আশপাশের সব এলাকা মাটিতে চাপা পড়ে গেছে।

এদিকে, দুর্গত এলাকা পরিদর্শন করে সেখানে জরুরী অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উদ্ধার কাজে যোগ দিয়েছেন। বৈরী অবাহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে উদ্ধার কর্মীরা জানাচ্ছেন, খারাপ আবহাওয়ার কারণে এবং রাস্তাঘাট ভেঙে পড়ার কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে। কলম্বিয়ার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতারা। মেক্সিকো, আর্জেন্টিনা ও ফ্রান্স তাদের সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে।

 

ঢাকা, ০২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ