Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
পুলিশের হামলায় ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন

যুদ্ধবিরতির দিনেই ইসরাইলি পুলিশ আল-আকসায় হামলা চালায় (ভিডিও)

প্রকাশিত: ২২ মে ২০২১, ০৬:৩০

লাইভ ডেস্ক: যুদ্ধবিরতি নিয়ে উল্লাস করার সময় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। আল-আকসা মসজিদে জুমার নামাজ পড়ার পরে আনন্দ করতে থাকেন ফিলিস্তিনি মুসলিমরা। এসময় তাদের ছত্রভঙ্গ করে দেয় ইসরাইলি পুলিশ। ছোঁড়া হয় টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও রাবার বুলেট। এ খবর দিয়েছে মিডল ইস্ট আই। খবরে বলা হয়েছে, টানা ১১ দিন ধরে সংঘাত চলছে ইসরাইল ও হামাসের মধ্যে।

বৃহস্পতিবার মাঝরাতে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুইপক্ষ। একে বিজয় হিসেবে দেখছেন ফিলিস্তিনিরা। বিজয় উদযাপন করতে আল-আকসা মসজিদ প্রাঙ্গনে জড়ো হয়েছিলেন কয়েক হাজার ফিলিস্তিনি।

তারা ইসরাইলবিরোধী স্লোগান দেন, মিস্টি বিতরণ করেন। এসময় তাদেরকে হটিয়ে দিতে রাবার বুলেট ছোড়ে ইসরাইলি বাহিনী।

এদিকে ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রজেনফেল্ড জানিয়েছেন, ফিলিস্তিনিরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়তে শুরু করলে তারা দাঙ্গা দমনের পদক্ষেপ গ্রহণ করেন। পুলিশের হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

ইসরাইলি পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রোলবোমা ছোড়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

ঢাকা, ২১ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআইটি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ