Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মডার্নার করোনা টিকা নিলেন কামালা হ্যারিস

প্রকাশিত: ৩০ ডিসেম্বার ২০২০, ১৯:৪৬

লাইভ ডেস্কঃ করোনাভাইরাসের টিকা নিয়েছেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। মঙ্গলবার সকালে মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। নিজে টিকার নেয়ার পাশাপাশি মার্কিন নাগরিকদেরও টিকা নেয়ার আহ্বান জানান কামালা।

তিনি বলেন, জীবন বাঁচাতেই সবাইকে টিকা নিতে হবে। এদিন তার স্বামী ডগলাস এমহফও টিকা নিয়েছেন।

এর আগে গেল গত ২২ ডিসেম্বর করোনার টিকা নেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যে এই টিকা নেন তিনি। টেলিভিশনে বাইডেনের টিকা নেওয়ার মুহূর্তও সরাসরি সম্প্রচার করা হয়।

৭৮ বছর বয়সী বাইডেন অত্যন্ত সংক্রামক শ্বাসকষ্টজনিত রোগের জন্য উচ্চ করোনা ঝুঁকির বিভাগে রয়েছেন।

তবে শুধু বাইডেন বা কামালা হ্যারিস না। বিল ক্লিনটন, জর্জ বুশ ও বারাক ওবামা- এরা প্রত্যেকেই জানিয়েছেন করোনার টিকা নিতে তাদের কোনও আপত্তি নেই। অন্যদিকে ট্রাম্প এখনও এই টিকা নেননি। কবে এই টিকা নেবেন, বা আদৌ নেবেন কি না, তা-ও জানাননি।

ঢাকা, ৩০ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ