Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভার্সিটি ছাত্রীর বিবস্ত্র ছবি, ফেসবুকের হুঁশিয়ারি

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৭, ০৪:৩২

 

লাইভ ডেস্ক: ফেসবুক কর্তৃপক্ষের ওপর ভীষণ চটেছেন প্লাইমাউথ ইউনিভার্সিটির ছাত্রী এমা ডাইসন (১৯)। কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে তিনি নগ্ন পোজ দিয়ে ছবি তুলেছিলেন এবং তা ফেসবুকে পোস্ট করেছিলেন। এ জন্য ছবিগুলো প্রত্যাহার করে তাকে নোটিশ পাঠিয়েছে ফেসবুক।

তাতে এমার ফেসবুক একাউন্ট বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য মিরর। এতে বলা হয়েছে, এমা ডাইসনের বাড়ি অক্সফোর্ডশায়ারের ফ্রিটওয়েলে। তিনি নারীর ক্ষমতায়ন ও শক্তি প্রকাশ করার জন্য একেবারে বিবস্ত্র হয়ে ছবি তোলেন। তবে স্পর্শকাতর এলাকাগুলো কার্ডবোর্ড দিয়ে ঢেকে দেয়া হয়।

এই কার্ডবোর্ডে লেখা ছিল ট্রাম্প বিরোধী স্লোগান। এমার দাবি, তার এমন ছবি ফেসবুক কর্তৃপক্ষের নগ্নতা বিরোধী নীতির কোনোভাবেই লঙ্ঘন নয়। তিনি ওই ছবি ফেসবুকে পোস্ট করার পর পরই তা অসংখ্য শেয়ার হতে থাকে। কিন্তু তখনই ফেসবুক তাকে জানায়, তিনি নারীদের নগ্নতা ছড়িয়ে দিচ্ছেন। তাই তার ফেসবুক একাউন্ট বন্ধ করে দেয়া হতে পারে।

জবাবে এমা বলেন, গত সপ্তাহে আমি পোজ দিয়ে ওইসব ছবির ফটোশুট করি। ফেলে দেয়া কার্ডবোর্ডের ওপর লিখে নিই প্রেসিডেন্ট ট্রাম্পের যৌনতা সম্বলিত বিভিন্ন উক্তির অংশ। তারপর তা এমনভাবে ধরে রাখি যাতে আমার মাঝে নগ্নতার প্রকাশ না পায়। এতে শুধু শরীরই দেখা যায়। স্পর্শকাতর কোনো অঙ্গের প্রকাশ পায় না।

ফেসবুকে আমি এমন তিনটি ছবি পোস্ট করেছিলাম। তা সঙ্গে সঙ্গে শেয়ার হওয়াতে আমি খুব উচ্ছ্বসিত হয়েছি। ছবিগুলো পোস্ট করার পরের দিনই ফেসবুক কর্তৃপক্ষ ম্যাসেজের মাধ্যমে আমাকে একটি নোটিশ দেয়। তাতে বলা হয়, আমার ছবিগুলোতে নগ্নতা ফুটে উঠেছে।

তাই তারা এগুলো প্রত্যাহার করছে। এমা বলেন, আমার কোনো ছবিই নগ্নতা ফুটিয়ে তোলে না। কারণ, আমি তো স্পর্শকাতর অঙ্গগুলো ঢেকে রেখেছি। ফেসবুকের এমন সিদ্ধান্তে আমি ক্ষুব্ধ।

 

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ