Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পরাজয় স্বীকার না করতে বাইডেনের প্রতি হিলারির আহ্বান

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২০, ২৩:১০

ইন্টারন্যাশনাল লাইভ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের প্রতি তড়িঘড়ি পরাজয় মেনে না নেওয়ার আহ্বান জানিয়েছেন হিলারি ক্লিনটন। ‘দ্য সার্কাস’ নামক একটি শোটাইমের সঙ্গে আলোচনাকালে হিলারি জানান, সকল ভোট গণনা না হওয়া পর্যন্ত বাইডেনের উচিত হবে পরাজয় স্বীকার না করা। কারণ তিনি মনে করেন, ভোট গণনা প্রলম্বিত হতে পারে।

হিলারি বলেন, কোন অবস্থাতেই বাইডেনের পরাজয় স্বীকার করা উচিত হবে না। কারণ আমি মনে করি, ভোট গণনা প্রলম্বিত হবে। এছাড়া আমি বিশ্বাস করি আমরা যদি এক ইঞ্চিও ছাড় না দেই এবং অন্যদিকে
মনোযোগ না দিয়ে কেবলমাত্র এদিকটায় নজর দেই তাহলে বাইডেন জিতবে।

হিলারি বলেন, রিপাবলিকানরা কয়েকটি বিষয়ের দিকে তাকিয়ে আছে। এর একটি অনুপস্থিত ভোটারের ভোট নিয়ে কারসাজি। ভোট কেন্দ্রের বাইরে রিপাবলিকান ও ট্রাম্প যে ধরণের ভয়ভীতি দেখানোর আয়োজন করছে তা মোকাবেলায় আমাদেরও নিজস্ব দল থাকতে হবে।

এদিকে করোনা ভাইরাসের কারণে আমেরিকায় অধিকাংশ ভোটার ডাকযোগে অর্থাৎ মেইল ইন ভোটিং পদ্ধতিতে তাদের ভোট দেবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু ট্রাম্প বরাবরই এ পদ্ধতিতে ভোট জালিয়াতি হতে পারে বলে আশংকা প্রকাশ করে আসছেন।


ঢাকা, ২৬ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ