Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কাবুলে মসজিদে জঙ্গি হামলা, ইমামসহ ২ জনের মৃত্যু

প্রকাশিত: ৩ জুন ২০২০, ২৩:০৩

লাইভ ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে নামাজ চলাকালে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নামাজরত অবস্থায় সেখানে একটি বোমা বিস্ফোরণ করা হয়েছে। এ ঘটনায় দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাবুলের গ্রীন জোনে অবস্থিত বেশ নামকরা মসজিদ ছিলো এটি। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, মঙ্গলবার মাগরিবের নামাজের পর ওয়াজির আকবর খান মসজিদে ওই বোমা হামলা হয়।

এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান। তিনি জানান, মসজিদটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কূটনৈতিক এলাকায় অবস্থিত। সেখানে বেশ কিছু বিদেশি সংস্থা ও দূতাবাস রয়েছে। নিহতের মধ্যে একজন হচ্ছেন মসজিদের ইমাম আয়াজ নিয়াজি। তিনি প্রথমে গুরুতর আহত হন।

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনো কোনো জঙ্গি গোষ্ঠি এ হামলার দায় স্বীকার করেনি। তালেবানের পাশাপাশি দেশটিতে সম্প্রতি ইসলামিক স্টেটও সক্রিয় হয়ে উঠেছে।

ঢাকা, ০৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ