Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ব্রিটেনের ছায়ামন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকী

প্রকাশিত: ১০ অক্টোবার ২০১৬, ২১:২৭

লাইভ প্রতিবেদক: ব্রিটিশ স্কুল পূর্ববর্তী শিক্ষা বিভাগের ছায়ামন্ত্রীর দায়িত্ব পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী।টিউলিপ তার ওয়েব সাইট থেকে জানায়, স্কুল পূর্ববর্তী শিক্ষা বিভাগের (আর্লি ইয়ার্স এডুকেশন) ছায়ামন্ত্রী হতে পেরে আমি গর্বিত। ব্রিটিশ সংসদ সদস্য অ্যাঞ্জেলো রাইনারের সঙ্গে একত্রে এই বিভাগ নিয়ে কাজ করবেন টিউলিপ।

শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির টিকেটে লন্ডনের হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসন থেকে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হন। রক্ষণশীল দলের প্রার্থী সাইমন মার্কুসের (২২,৮৩৯ ভোট) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে টিউলিপ (২৩,৯৭৭ ভোট) বিজয় লাভ করেন। এই নির্বাচনে আরও দুজন বাংলাদেশী বংশোদ্ভূত রুশনারা আলী ও ড. রূপা হক ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন।

সংসদ সদস্যপদ লাভের পর থেকে দেশটির সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। বর্তমানে এই দায়িত্ব পাওয়ার পর তার লক্ষ্য দেশটির প্রি-স্কুল শিশুদের সপ্তাহে কমপক্ষে ৩০ ঘণ্টা বিনামূল্যে `চাইল্ড কেয়ার` সেবা প্রদান করা।

ঢাকা, ১০ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ