Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নোবেল পুরস্কার ঘোষণা: বিজয়ীদের তালিকা প্রকাশ সোমবার

প্রকাশিত: ২ অক্টোবার ২০১৬, ২০:৫১



ঢাবি লাইভ: এবারের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামীকাল সোমবার থেকে। প্রচলিত নিয়মানুযায়ী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। এবার সময় আরো এগিয়ে আনা হয়েছে।

সোমবার এবারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে। অন্যান্য বিষয়ের মতো সাহিত্যে পুরস্কার ঘোষণার দিনক্ষণ সাধারণত আগে জানানো হয় না। এটি অলিখিত রীতি। তবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার বিজয়ীর নাম ঘোষণা করা হয়ে থাকে।

জানা গেছে, আগামীকাল ৩ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবেন চিকিৎসাবিজ্ঞান বিষয়ক নোবেল কমিটির সেক্রেটারি থোমাস পেরলমান; ৪ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে পদার্থবিজ্ঞানে ও ৫ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে রসায়নে বিজয়ীর নাম ঘোষণা করবেন রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের পার্মানেন্ট সেক্রেটারি গোরান কে হ্যানসন;

৭ অক্টোবর বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবেন নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান কাচি কুলম্যান ফাইভ এবং ১০ অক্টোবর বিকেল ৫টায় অর্থনীতিতে দ্য ব্যাংক অব সুইডেন পুরস্কার (বিকল্প নোবেল) বিজয়ীর নাম ঘোষণা করবেন গোরান কে হ্যানসন। সাহিত্যে বিজয়ীর নাম ঘোষণার তারিখ তালিকায় না থাকলেও ৬ অক্টোবর বৃহস্পতিবার তা ঘোষণা হবে বলে ধারণা করা যায়।

উল্লেখ্য, ১৯০১ সালে সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের স্মৃতির উদ্দেশে এ পুরস্কার প্রবর্তিত হয়।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে সোনার পদক, নোবেল ডিপ্লোমা ও প্রায় ১০ কোটি টাকার চেক তুলে দেওয়া হবে। একই বিষয়ে একাধিক ব্যক্তি পুরস্কার পেলে প্রাইজ মানি সমান ভাগ করে নেবেন।

ঢাকা, ০২ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ