Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কানাডার এক নারীসহ তিন বিজ্ঞানী পেলেন পদার্থের নোবেল

প্রকাশিত: ৩ অক্টোবার ২০১৮, ০৩:৪১

লাইভ ডেস্ক: এবার তিন বিজ্ঞানী পেলেন পদার্থের নোবেল। তারা তাক লাগিয়েছেন সারা দুনিয়ায়। সুনাম আর সুখ্যাতি এখন বিশ্বের কোটি কোটি মানুষের মুখে মুখে। চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার নারী পদার্থবিজ্ঞানী ডন্না স্ট্রিকল্যান্ড মার্কিন পদার্থ বিজ্ঞানী আর্থার অ্যাশকিন ও ফরাসী পদার্থবিজ্ঞানী জিরার্ড ম্যুরো। এই তিনজন স্ব স্ব ক্ষেত্রে খুবই নামী দামী।

জানাগেছে মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় এ তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দিয়েছে। রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, লেজার পদার্থবিদ্যার ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবনের জন্য যৌথভাবে এ পুরস্কার পেলেন তারা।

তবে এবারের পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনারের অর্ধেক পাবেন মার্কিন পদার্থবিজ্ঞানী আর্থার অ্যাশকিন। বাকি অর্থ ভাগাভাগি করে নেবেন অপর দুই বিজ্ঞানী।

১৯০১ সালের পর থেকে নোবেল কমিটি এ পর্যন্ত ১১২ বার পদার্থে নোবেল পুরস্কার দিয়েছে।

গত বছর মহাকর্ষীয় তরঙ্গ অনুসন্ধানের স্বীকৃতিস্বরূপ পদার্থের নোবেল যৌথভাবে পান জার্মান বংশোদ্ভূত রেইনার ওয়েইস ও মার্কিন দুই বিজ্ঞানী ব্যারি সি ব্যারিশ এবং কিপ এস থোর্নে ।


ঢাকা, ০২ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ