Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বহিষ্কার করায় প্রিন্সিপালকে গুলি করলো ছাত্র

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০১৮, ০০:৫২

ইন্টারন্যাশনাল লাইভ: স্কুল থেকে বহিষ্কার করায় প্রিন্সিপালকে গুলি করলো দশম শ্রেনীর এক ছাত্র। ভারতের উত্তর প্রদেশে এমন ঘটনা ঘটে। এতে কাঁধে গুলিবিদ্ধ হয়েছেন কলেজটির প্রিন্সিপাল। তবে তিনি আশঙ্কামুক্ত। খবর এনডিটিভির।

আহত ওই প্রিন্সিপাল বলেন, খারাপ ব্যবহার ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আমরা ওই ছাত্রকে বহিষ্কার করি। গতকাল সকালে সে তার মা-সহ স্কুলে আসে এবং স্কুলে পুন:ভর্তির অনুরোধ করে। কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করি।

প্রিন্সিপাল আরো বলেন, এর কিছু সময় পর ছাত্রটি পুনরায় স্কুলে আসে।'আমি ভেবেছিলাম সে তার বহিষ্কারের সনদ নিতে এসেছে। কিন্তু আকস্মিক পিস্তল বের করে সে আমায় গুলি করে। সৌভাগ্যক্রমে আমি বেঁচে যাই।’

বর্তমানে ওই প্রিন্সিপাল সুস্থ আছেন। হাসপাতাল থেকে ফিরে তিনি ওই ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

স্থানীয় পুলিশ জানায়, অভিযুক্ত ওই ছাত্রের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।


ঢাকা, ৩০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ