Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যুক্তরাষ্ট্র পিঠে ছুরি মেরেছে: এরদোয়ান

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০১৮, ০২:৫৩

ইন্টারন্যাশনাল লাইভ: তুরস্কের মুদ্রা লিরার মূল্যমানে ধস নামায় দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন, 'আমেরিকা আমাদের পিঠে ছুরি মেরেছে।' ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের একজন যাজককে আটকের পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এ ঘটনাকে কেন্দ্র করেই মাত্র এক সপ্তাহের মাথায় এশিয়ার বাজারে লিরার দাম ৭ দশমিক ২৪-এ নেমে যায়।

ট্রাবজন শহরে সমর্থকদের এক সভায় প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, যারা সারা বিশ্বের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ চালাচ্ছে তাদের প্রতি আমাদের জবাব হবে নতুন নতুন বাজার এবং মিত্র বের করার পথে এগিয়ে যাওয়া।

যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা ধাতু এবং ইস্পাতের ওপর ট্যারিফ বাড়িয়েছে। এটা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের মধ্যে পড়ে না।

জানা গেছে, কোন ধরণের সুদের হার না বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবসা সহজতর করা এবং যত তারল্য দরকার তা দেবার জন্য পদক্ষেপ নিয়েছে। কিন্তু সুদের হার বাড়ায় নি। অর্থখাতের স্থিতিশীলতার ধরে রাখতে সবরকম পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে তুরস্ক।

 

ঢাকা, ১৩ অাগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ