Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ট্রেন দুর্ঘটনায় নিহত ২৪

প্রকাশিত: ১০ জুলাই ২০১৮, ১৯:৩১

ইন্টারন্যাশনাল লাইভ : সোমবার তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এমনটি জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী রিজেপ আকদাগ।

রোববার ৩৬২ জন যাত্রী নিয়ে ট্রেনটি বুলগেরিয়ার সীমান্ত সংলগ্ন কাপিকুলে শহর থেকে ইস্তাম্বুলে যাওয়ার পথে দুর্ঘটনাটি গঠেছে। এতে প্রায় ১২৪ জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী।

ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার প্রকৃত কারণ পরিষ্কার না হলেও কর্তৃপক্ষ খারাপ আবহাওয়া ও ভূমিধসকে দুর্ঘটনার কারণ বলে বর্ণনা করেছে।

ইস্তাম্বুল থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে তেকিরদাগ প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। প্রদেশটির গভর্নর মেহমেত সেইলান ট্রেন লাইনচ্যুতির জন্য প্রবল বর্ষণকে দায়ী করেছেন।

নিহত ও তাদের পরিবারে প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।

 

ঢাকা, ১০ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএইচ এন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ