Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, লন্ডনে মানববন্ধন

প্রকাশিত: ৮ জুলাই ২০১৮, ০৯:৩০

ইন্টারন্যাশনাল লাইভ : কোটা সংস্কারে প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা মামলা ও নির্যাতনের প্রতিবাদে পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে মানববন্ধন করা হয়েছে। লন্ডনস্থ মানবাধিকার সংগঠন ইউনির্ভাসাল ভয়েস ফর জাস্টিসের (ইউভিজে) উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের চেয়ার সাঈদ বাকীর পরিচালনায় শুক্রবার (০৬ জুলাই) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে সভাপতি, কমিউনিটি বেক্তিত্ত কে এম আবু তাহের চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজির আহমেদ, প্রফেসর আব্দুল কাদের সালেহ, সাংবাদিক সামসুল আলম নিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট কমিটির সদস্য নসরুল্লাহ খান জুনায়েদ, মির্জা আহসাব বেগ, সাবেক ছাত্রনেতা আতাউল্লাহ ফারুক, আমিমুল হাসান তানিম, বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ মুস্তাফা প্রমুখ।

বক্তারা কোটা আন্দোলনে জড়িত সাধারন শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন বন্ধ ও আটকদের নিংশর্ত মুক্তি দাবি করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ নিরীহ শিক্ষার্থীদের ওপর এমন ন্যাককারজনক হামলা দেশের মধ্যে বাক-স্বাধীনতাকে প্রশ্নাবিদ্ধ করে তুলেছে। এর পাশাপাশি পুলিশ ও প্রশাসনের নির্বিকার ভূমিকা অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বে গ্রেফতারকৃত সকল শিক্ষার্থীদের মুক্তি ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করারও জোর দাবি জানান তারা।

এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ যুক্তরাজ্যের আহবায়ক মাহফুজুর রহমান, যুগ্ম আহবায়ক সাদিয়া আক্তার টুম্পা, মনোয়ার হোসেন, নাহিয়ান সজিব, ফয়জুল হক, আবু নোমান, মোছলেমা এশা, হুমায়ুন কবির প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউভিজের সেক্রেটারী মোহাম্মদ শাকিল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট তারিকুল ইসলাম, অফিস সেক্রেটারী মো. হাবিবুর রহমান পিয়াল, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর আহমেদ ফুয়াদ হাসান, সাধারন সদস্য মোহাম্মদ কাফায়েত উল্লাহ সরকার,হাদিসুর রহমান খান, মোহাম্মদ শাকিল মিনহাজ, ওমর ফারুক।

ঢাকা, ০৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ