Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যুক্তরাষ্ট্রে যেভাবে ইতিহাস গড়লেন বুরকিনি পরা হালিমা

প্রকাশিত: ৩০ নভেম্বার ২০১৬, ২২:১৮



ইন্টারন্যাশলান লাইভ: সুন্দরী প্রতিযোগিতা চলছে যুক্তরাষ্ট্রে। হাজার হাজার প্রতিযোগীদের মধ্য একটি মেয়েকে দেখা যাচ্ছে যে কিনা ইসলামী পোশাক বুরকিনি পড়ে অংশগ্রহণ করেছে। ঠিক এমনি এক সময় সে এই পোশাক পড়েছে। যখন ফ্রান্সে নিষিদ্ধ করা হয়েছে বিকিনি।

মঞ্চে হাটছে সেই প্রতিযোগী নাম হালিমা আদেন। তিনি সোমালি বংশোদ্ভূত মার্কিনি। সুন্দরী প্রতিযোগিতা বলতেই চোখের সামনে যেমন ভেসে ওঠে স্বল্প বসনা তরুণী বা যুবতী, হালিমা তেমন নন। তিনি ছিলেন বুরকিনি পরা। সঙ্গে হিজাব। পুরো শরীর ঢাকা। এভাবেই তিনি মিস মিনেসোটা ইউএসএ সেমিফাইলাস্টি হিসেবে প্রথম হয়েছেন। এর মধ্য দিয়ে পশ্চিমা দেশে তিনি এক নতুন ইতিহাস গড়লেন।

ইসলামী বিধান কঠোরভাবে মেনেছেন হালিমা। দু’দিনের এ প্রতিযোগিতায় একটি বারের জন্যও তিনি মুখ বাদে শরীরের অন্য অংশ প্রদর্শন করেন নি। হালিমা বলেছেন, পোশাকে পুরো শরীর ঢেকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে তিনি একটি বিবৃতি দিতে চান।

প্রথমে তিনি ভেবেছিলেন, তাকে ভিন্নভাবে দেখা হবে। কিন্তু সবাই তাকে মেনে নিয়েছেন। তাই প্রতিযোগিতার বাথিং স্যুট রাউন্ডেও তিনি ছিলেন বুরকিনি পরা। মাথায় ছিল হিজাব। ইসলাম সম্পর্কে যে ভুল ধারণা আছে তা দূর করার একটি সুযোগ হিসেবে তিনি এ প্রতিযোগিতাকে ব্যবহার করছেন। সোমালি বংশোদ্ভূত মার্কিন সম্প্রদায়ের মধ্যে হালিমা এবারই প্রথম ইতিহাস গড়লেন না। এর আগে তিনি তার কলেজে ছাত্রছাত্রীদের গভর্নমেন্ট বিষয়ক সংস্থায় প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

তার স্কুলে ‘ঘরে ফেরা রানী’ হিসেবে তাকে মুকুট পরানো হয়েছে। তবে সবক্ষেত্রের মতোও তার এ প্রতিযোগিতা নিয়ে বিরোধিতা আছে। চূড়ান্ত পর্বে তিনি বিজয়ী হতে চান। তার মধ্য দিয়ে তিনি সোমালি বংশোদ্ভূত মার্কিনীদের একীভূত করতে চান। খুলে দিতে চান সবার চোখ। নারীদের মধ্যে যেহেতু বিবর্তন হচ্ছে তাই দ্য মিস ইউএসএ সংগঠন বলেছে তারাও বিবর্তিত হচ্ছে।

গবেষকরা বলছে এভাবেই মুসলিমরা একে একে সর্বক্ষেত্রই তাদের অহিংস ধর্মের কথা সর্বমহলে ছড়িয়ে দিচ্ছে। এতে করে মুসলিমদের সম্বন্ধে ধারণা তা দূর হবে।


ঢাকা, ৩০ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ