Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

একটি রাজকীয় বিয়ে...(ভিডিও)

প্রকাশিত: ২০ মে ২০১৮, ০৩:৪৭

লাইভ ডেস্ক: হয়ে গেল একটি রাজকীয় বিয়ে। ঘটা করে হরেক রকম ও অনুষ্ঠানের মাধ্যমে হলো সেই বিয়েটি। ধুমধাম ছিল সেই আয়োজনে। ছিল নানান চমক। গোটা বিশ্ব যে রাজকীয় বিয়ের দিকে তাকিয়ে ছিল, অবশেষে সেই আয়োজন সম্পন্ন হয়েছে। শেস হয়েছে নানান কল্পকাহিনী। আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হলো সেই কাংখিত আয়োজনের।

জানাগেছে যাবতীয় আনুষ্ঠানিকতার পর স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা করা হলো ব্রিটেনের প্রিন্স চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি (৩৩) এবং মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের (৩৬) নাম।

প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি ,অভিনেত্রী মেগান মার্কল

 

পৃথিবী খ্যাত ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলের বিশাল অঙ্গনের চৌদ্দ শতকের সেন্ট জর্জেস চ্যাপেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সেখানে ছয় শতাধিক আমন্ত্রিত অতিথির মধ্যে বেশির ভাগই ছিলেন বর-কনের আত্মীয়স্বজন। এঁদের সামনেই আংটি বদল করা হয়।

আংটি বদল

 

দু'জন দুজনার হয়ে সারা জীবন পাশে থাকার শপথ নেন বর-কনে। এই আয়োজন দেখে অনেকেই অভিভূত হয়েছেন। বলা বলি করা হয় এতো আয়োজন শেষ পর্যন্ত ঠিকবে তো।

প্রিন্স পরিবার জানায়, ওই বিয়েতে আড়াই হাজারেরও বেশি সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়। একেবারে সামনে থেকেই এরা দেখেছে রাজকীয় বিয়ের সব আয়োজন।

বিয়েতে ব্রিটিশ ডিজাইনার ওয়েইট কেলারের ডিজাইন করা সাদা গাউন পরেছিলেন মেগান মার্কল। মাথায় ছিল রানী মেরির ঐতিহ্যবাহী হীরা বসানো টায়রা। যেটি তাঁকে পরতে দিয়েছেন বর্তমান রানি এলিজাবেথ।

 প্রিন্স হ্যারি , মেগান মার্কল

 

মেগান মার্কলের পোশাকের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গটি হলো মাথার ওপরে থাকা স্বচ্ছ কাপড়ের তৈরি পর্দা বা ভেইল।

পাঁচ মিটার লম্বা এই ভেইলটি তৈরি হয়েছে সিল্ক কাপড় দিয়ে। এর ফুলেল ছাপা প্রতিনিধিত্ব করছে কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশকে। ক

নে মেগান নিজেই এই নকশার ভেইল চেয়েছিলেন। কারণ পদাধিকার বলে বিয়ের পর কমনওয়েলথই হবে তাঁদের স্বামী-স্ত্রীর কাজের গুরুত্বপূর্ণ জায়গা।

সারা দুনিয়া দেখেছে এই রাজকীয় আয়োজন।


বিয়ের অনুষ্ঠানস্থলে মেগান মার্কলের সঙ্গে আসেন ১০ জন ব্রাইডসমেইড এবং পেইডবয়েস। এঁদের মধ্যে ছিলেন প্রিন্স জর্জ এবং প্রিন্সেস শার্লটও।

নববিবাহিত এই দম্পতি ডিউক এবং ডাচেস অব সাসেক্স নামে পরিচিত হবে। এই খবর নিশ্চিত করেছে রাজ পরিবার।

ভিডিও:

 

ঢাকা, ১৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিসিএস

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ