Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মালয়েশিয়ার সরকার গঠনের অপেক্ষায় মাহাথির মোহাম্মদ

প্রকাশিত: ১০ মে ২০১৮, ২২:০৩

ইন্টারন্যাশনাল লাইভ: মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নেতৃত্বাধীন পাকাতান হারাপানকে জয়ী ঘোষণা করা হয়। বুধবার দিবাগত রাত ১:১০টায় নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে।

মালয়েশিয়ায় জাতীয় নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বে বিজয়ী হয়েছে। সরকার গঠনের জন্য মাহাথিরকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির নির্বাচন কমিশন।

নির্বাচনে ২২২ আসনে মধ্যে মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান ১২৬ আসনে জয় লাভ করেন। অপরপক্ষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল ৮৮ আসনে জয় পেয়েছে। এখন নতুন সরকার গঠনের অপেক্ষায় সাবেক ওই প্রধানমন্ত্রী।

নির্বাচনে জয়ী হয়ে মাহাথির মোহাম্মদ সাংবাদিকদের বলেছেন, আমাদের জোট আবারো দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। আমরা প্রতিশোধ নিতে চাই না, আমরা শুধুমাত্র আইনের শাসন পুনর্বহাল করতে চাই। আজ বৃহস্পতিবারই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে আশা প্রকাশ করেছেন মাহাথির।

 

ঢাকা, ১০ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ