Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সিএনএনের চোখে হিলারি এগিয়ে

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার ২০১৬, ০৮:৪৩

 


ইন্টারন্যাশনাল লাইভ: সিএনএনের জরিপে হিলারি এগিয়ে রয়েছেন। বিতর্ক পরবর্তী জনমত জরিপে করেছে বিখ্যাত গণমাধ্যম সিএনএন। জরিপে দেখাগেছে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। তাকে সমর্থন করেছেন যুক্তরাষ্ট্রের শতকরা ৬২ ভাগ ভোটার।

অন্যদিকে শতকরা ২৭ ভাগ ভোটার বলেছেন, বিতর্কে রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্প ভাল করেছেন। সিএনএন/ওআরসি পোল পরিচালিত জরিপে এমনটা উঠে এসেছে। সিএনএন পোলিং ডাইরেক্টর জেনিফার আগেইস্তার লেখা প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে এমন ব্যবধানে চার বছর আগে প্রেসিডেন্ট বারাক ওবামাকে টপকে গিয়েছিলেন রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি।

হফস্ট্রা ইউনিভার্সিটিতে নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার রাত ৯টায় শুরু হয় ওই বিতর্ক। শেষ হয় সাড়ে নয়টার সামান্য পরে। এরপরই যেসব ভোটার ওই বিতর্ক দেখেছেন তাদের কাছ থেকে ভোট নেয়া হয়। এরই ভিত্তিতে ওই জরিপ রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

যেসব ভোটার হিলারিকে সমর্থন করেছেন তারা বলেছেন, ট্রাম্পের চেয়ে দৃষ্টিভঙ্গি অধিক পরিষ্কারভাবে তুলে ধরেছেন হিলারি ক্লিনটন। হিলারিকে কার্যকর প্রেসিডেন্ট হিসেবে দেখতে চেয়েছেন শতকরা ৫৭ ভাগ ভোটার। ট্রাম্পের পাল্লায় এর ভাগ পড়েছে শতকরা ৩৫ ভাগ। শক্তিশালী নেতা হিসেবে হিলারিকে সমর্থন দিয়েছেন শতকরা ৫৬ ভাগ ভোটার।

ট্রাম্পকে ভোট দিয়েছেন শতকরা ৩৯ ভাগ মানুষ। কোন প্রার্থী বেশি আন্তরিক বা সিনসিয়ার, যথার্থ এমন প্রশ্নের জবাবে শতকরা ৫৩ ভাগ সমর্থন দিয়েছেন হিলারিকে। শতকরা ৪০ ভাগ সমর্থন দিয়েছেন ট্রাম্পকে। তবে বিতার্কিক হিসেবে হিলারিকে টপকে গেছেন ট্রাম্প। তাকে এক্ষেত্রে সমর্থন দিয়েছেন শতকরা ৫৬ ভাগ ভোটার।

হিলারিকে সমর্থন দিয়েছেন শতকরা ৩৩ ভাগ। নিরপেক্ষ ভোটারদের শতকরা ৫৪ ভাগ সমর্থন দিয়েছেন হিলারিকে। ট্রাম্পকে শতকরা ৩৩ ভাগ। এদিক থেকে হিলারিই হতে যাচ্ছেন আগামীর প্রেসিডেন্ট।

 

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ