Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্ত

প্রকাশিত: ১২ মার্চ ২০১৮, ২১:৩০

ইন্টারন্যাশনাল লাইভ: কাঠমাণ্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি এয়ারলাইন্স ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম কাঠমাণ্ডু পোস্ট-এর বরাত দিয়ে বিবিসি জানায়, ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্টের রানওয়ের পূর্ব পাশে বিমানটি বিধ্বস্ত হয়।

ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউএস বাংলার একটি বিমান কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

ঢাকায় ইউএস বাংলার কর্মকর্তারা বলছেন, দুপুর ১২টা ৫১মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭জন যাত্রী নিয়ে এটি ছেড়ে যায়।

জানা গেছে, এসটু-এজিইউ নম্বরের সেই ব্মিানে ৬৭ জন যাত্রী ছিল। এর মধ্যে উদ্ধার করা গেছে মাত্র ৩০ জনকে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, ধ্বংসস্তুপ থেকে বেশ কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নেপাল সরকারের একজন মুখপাত্র নারায়ন প্রাসাদ দুয়াদি এএফপিকে বলেন, "আমরা ধ্বংসস্তুপ থেকে আহতদের এবং মৃতদেহ উদ্ধার করেছি"।

তবে প্রাথমিকভাবে বিধ্বস্ত হবার কারণ জানাতে পারেননি কর্মকর্তারা। হতাহতের সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

বিস্তারিত আসছে...

 


ঢাকা, ১২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ