Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সু'চির সম্মাননা কেড়ে নিলো হলোকাস্ট মিউজিয়াম

প্রকাশিত: ৮ মার্চ ২০১৮, ২১:৩১

ইন্টারন্যাশনাল লাইভ: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু'চিকে রোহিঙ্গা নিধনযজ্ঞে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম। সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে এই ‘এলি উইজেল অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন সু'চি।

জানা গেছে, একটি চিঠির মাধ্যমে ২০১২ সালে সু চিকে দেওয়া সম্মাননাটি প্রত্যাহার করে নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়, রোহিঙ্গা নিধনযজ্ঞে নীরবতার কারণে সু'চি এই সম্মাননা ধরে রাখার যোগ্যতা হারিয়েছেন।

হলোকাস্ট মেমোরিয়াল জাদুঘরের পক্ষ থেকে সু'চির ওই চিঠি লিখেছেন পরিচালক সারা জে ব্লুমফিল্ড। ওই চিঠিতে বলা হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়ে এবং সাংবাদিকদের রাখাইন প্রবেশে বাধা দিয়ে রোহিঙ্গাদের ওই জাতিগত নিধনযজ্ঞ চলমান থাকার পক্ষে ভূমিকা রেখেছেন সু চি।

চিঠিতে জাদুঘর কর্তৃপক্ষ লিখেছেন, ‘মানবিক মর্যাদা ও বৈশ্বিক মানবাধিকারের প্রতি আপনার অঙ্গীকারকে শ্রদ্ধা জানানো মানুষের অংশ হিসেবে আমরা আশা করেছিলাম, নৃশংস সেনা অভিযানের নিন্দা জানিয়ে তা বন্ধ করতে এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সংহতি জানাতে কোনও না কোনও পদক্ষেপ আপনি নেবেন।'

উল্লেখ্য যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর হলোকাস্ট আক্রমণ থেকে বেঁচে যাওয়া এলি উইজেলের নামানুসারে ওই সম্মাননা দেওয়া হয়।


ঢাকা, ০৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ