Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

অং সান সুচির বাড়িতে বোমা হামলা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০১৮, ০০:৫০

লাইভ ডেস্ক: মিয়ানমারের নেত্রী অং সান সুচির বাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়েছে। ইয়াঙ্গুনে একটি হ্রদের পাশে সুচির ওই বাড়িতে বোমা ছোড়া হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন সরকারের মুখপাত্র জাওয়া হতাই।

তিনি নিশ্চিত করেছেন এ বিষয়টি। তবে বিস্তারিত জানান নি তিনি। বলতে পারেন নি, হামলার সময় ওই বাড়িতে অং সান সুচি ছিলেন কিনা। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

উল্লেখ্য, অং সান সুচি সামরিক জান্তার অধীনে ইয়াঙ্গুনের এই বাড়িতে ১৫ বছর গৃহবন্দি ছিলেন। তাকে ওই বাড়ি থেকে মুক্তি দেয়া হয় ২০১০ সালে।

বর্তমানে দেশটির রাজধানী ওই শহর থেকে ৩৭০ কিলোমিটার উত্তরে ন্যাপিডতে। সেখান থেকেই সরকারি কর্মকা- পরিচালিত হয়। মুখপাত্র জাওয়া হতাই তার নিজের ফেসবুক একাটুন্টে ওই বোমা হামলার উল্লেখ করেছেন।

এতে বলা হয়েছে, প্রায় ৪০ বছর বয়সী একজন ব্যক্তি এই হামলা চালিয়েছে। ওই ব্যক্তির চুল কালো।

ওদিকে ২০১৫ সালে জাতীয় নির্বাচনে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়।

তারপর থেকে পার্লামেন্টের নিয়ন্ত্রণ পায় তার দল। তবে তার সরকারে সেনাবাহিনীর রয়েছে বড় রকমের প্রভাব।

গত ২৫ শে আগস্ট রাখাইনে নৃশংসতা শুরুর পর সেনাবাহিনী সেখানে জাতি নিধন চালাচ্ছে বলে সুচির ভয়াবহ নিন্দা অব্যাহতভাবে জানিয়ে যাচ্ছে বিশ্ব সম্প্রদায়।

তবে এমন অভিযোগ বার বারই অস্কীকার করে যাচ্ছে অং সান সুচির সরকার।


ঢাকা, ০২ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ