Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কাবুলে আত্মঘাতী বোমা হামলা, নিহত শতাধিক

প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৮, ০৪:২৯

ইন্টারন্যাশনাল লাইভ: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে আত্মঘাতী এই হামলায় নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। অ্যাম্বুলেন্সে বিষ্ফোরক বহন করে ওই হামলা চালানো হয়। এতে আহত হয়েছে আরো দেড়শতাধিক ব্যক্তি।

পুলিশের বাধা অতিক্রম করে শনিবার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো ভবনের ঠিক পাশেই আত্মঘাতী এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এই এলাকাটি বিভিন্ন দেশের দূতাবাসগুলোর প্রবেশমুখ, পুলিশ সদরদপ্তরের শহর এবং কেনাকাটার জন্য ব্যস্ততম। এ সময় সেখানে বহু লোকের ভিড় ছিল। এই স্থানেই রয়েছে ইউরোপীয় ইউনিয়নের অফিস।

জঙ্গি গোষ্ঠী তালেবান হামলার দায় স্বীকার করেছে বলে বিবিসি জানিয়েছে।

আফগান প্রধানমন্ত্রী মীরওয়াইস ইয়াসিনি বলেছেন, এই হমলা কশাইয়ের কাজের সমতুল্য। হামলার সময় তিনি পরিবারের সঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন।

তিনি বলেন, মনে হচ্ছিল আমাদের বাড়িতেই হামলা হয়েছে। বের হয়ে অনেকের ছিন্নভিন্ন দেহ দেখতে পাই। এটি সত্যি সত্যিই অমানবিক।

গত কয়েক মাসের মধ্যে আফগানিস্তানে চালানো ভয়াবহ হামলা এটি। শহরের অনেক দূর থেকে হামলাস্থলের ধোয়া দেখতে পাওয়া যায়। এক সপ্তাহ আগেও তালেবান জঙ্গিরা একটি অভিজাত হোটেলে হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করে।


কর্তৃপক্ষ বলছে, এই হামলায় আহত অনেককে হাসপাতালে নেয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছে।


ঢাকা, ২৭ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ