Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ছয় বছর পর বিছানা ছাড়লেন যে যুবক (ভিডিও)

প্রকাশিত: ১৮ নভেম্বার ২০১৬, ০২:৪৬


 

 


ইন্টারন্যাশনাল লাইভ: অবশেষে বিছানা ছাড়লেন। ৬ বছর ধরে তিনি বিছানায় ছিলেন। সুস্থ থেকে বিছানায় থাকা ছিল নজিরবিহীন ঘটনা। ৫০০ কেজি ওজনের দেহ নিয়ে উঠতেও কষ্ট হতো। হাটা চলা প্রশ্নই উঠেনা। বলছি বিশ্বের সবচাইতে মোটা মানুষটির কথা। তিনি ৩১ বছরের যুবক। দেহ বিশালাকার। ৩১ বছর বয়সী নাগরিক মেক্সিকোর অধিবাসি।

গত ছয় বছরের মধ্যে এই প্রথম বিছানা থেকে উঠে হাসপাতালে গেছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জুয়ান পেদ্রো ফ্রাঙ্কো সালাস নামের ওই মেক্সিকান নাগরিকের ওজন ৫০০ কেজি।

মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জুয়ান পেদ্রো বিছানা থেকে উঠে বাড়ির বাইরে অপেক্ষায় থাকা অ্যাম্বুলেন্স পর্যন্ত হেঁটে যান। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যান তিনি। গত ছয় বছরের মধ্যে এই প্রথম বিছানা থেকে উঠে দাঁড়ানোয় প্রতিবেশিরা ব্যাপক কড়তালি দেন। সকলেই তার সুস্থ্যতাও কামনা করেন।

 

 

দেশটির গুয়াদালাজারার একটি হাসপাতােলে বিশেষজ্ঞ সার্জন জোসে অ্যান্টোনিও ক্যাস্টানেদার কাছে ওজন কমানোর চিকিৎসা নিচ্ছেন তিনি। ফ্রাঙ্কো সালাস বলেন, ১৭ বছর বয়সে তার ওজন ছিল ২০০ কেজি। পরে এক দুর্ঘটনার শিকান হন তিনি।

এরপর থেকে তার ওজন বাড়তে থাকে। এ কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। পরে মেডিক্যাল টিম তার উঠে দাঁড়ানোর জন্য লোহা দিয়ে একটি কাঠামো তৈরি করেন। এটি ব্যবহার করেই তিনি প্রথমবারের মতো বিছানা ছাড়তে সক্ষম হয়েছেন। ফ্রাঙ্কো সালাস বলেন, আমি একটি নতুন স্বপ্ন দেখছি; একটি দরজা আমার জন্য খুলছে।

 

 


ফ্রাঙ্কো সালাসের জন্মের সময় ওজন ছিল ৩ দশমিক ৪ কেজি; প্রত্যেক বছর তা বেড়েছে গড়ে ১০ কেজি করে। ৬ বছরে তা বেড়ে দাঁড়ায় ৬০ কেজিতে। তার শরীরের ওজন যখন ২০০ কেজি সেই সময় তিনি এক দুর্ঘটনার কবলে পড়েন। এরপর থেকেই বাড়তে থাকে তার ওজন। ২০১৪ সালে ৪৮ বছর বয়সে দেশটির আরেক নাগরিক ৫৬০ কেজি ওজনের ম্যানুয়েল ইউরাইব মারা যান। সে সময় তাকেই বিশ্বের সবচেয়ে মোটা মানুষ হিসেবে মনে করা হতো। ২০০৬ সালে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা হয় তার।

বর্তমানে ৫০০ কেজি ওজনের ফ্রাঙ্কোকে বিশ্বের সবচেয়ে মোটা মানুষ হিসেবে মনে করা হচ্ছে। এতো মোটা হলেও তার কোন কষ্ট নেই।

 

ভিডিও:

 

ঢাকা, ১৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ