Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কোভিড-১৯ এর থাবায় আফ্রিদি আক্রান্ত

প্রকাশিত: ১৩ জুন ২০২০, ২১:১৯

স্পোর্টস লাইভ: শহিদ আফ্রিদি। একটি নাম। একটি প্রতিভা। তিনি পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার। অবশেষে মানুষের সেবা করতে গিয়ে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন নিচ্ছেন চিকিৎসা। করোনাকালে পাকিস্তানে অসহায়দের সাহায্য করছেন শহিদ আফ্রিদি।

শনিবার নিজের ভেরিফাইড টুইটার পেজে এ তথ্য নিশ্চিত করেছেন আফ্রিদি নিজেই। টুইটারে স্ট্যাটাস দিয়ে আফ্রিদি জানান, ‘গত বৃহস্পতিবার থেকে আমি অসুস্থ অনুভব করছি। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে।

তাই আমি করোনা টেস্ট করাই, আর দুর্ভাগ্যবশত আমার করোনা পজিটিভ এসেছে। দ্রুত সুস্থ হওয়ার জন্য সবার দোয়া কামনা করছি’।

টুইটারের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly.

I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah

#COVID19 #pandemic #hopenotout #staysafe #stayhome

Shahid Afridi (@SAfridiOfficial) June 13, 2020

প্রসঙ্গত, করোনার শুরু থেকে পাকিস্তানে সরাসরি মাঠে থেকে আক্রান্ত ও অসহায় মানুষকে নানাভাবে সাহায্য করে আসছিলেন এই অলরাউন্ডার।

ঢাকা, ১৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ