Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গর্ভাবস্থায় চিনি খেলে সন্তানের যে ক্ষতি হয়!

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৭, ১৯:৩৭

 

লাইভ প্রতিবেদক: গর্ভাবস্থায় চিনি খাওয়া সন্তানের জন্য ক্ষতিকর। সম্প্রতি একদল গবেষক এমনটাই দাবি করেছেন। আর তাই গর্ভবতী মায়েদেরকে চিনিপ্রীতি এড়িয়ে চলতে হবে।

গবেষকদের দাবি, প্রেগনেন্সির সময় মাত্রারিক্ত চিনি খেলে, গর্ভজাত সন্তানের অ্যাজমা বা হাঁপানির ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। 

ভারতের এই সময় পত্রিকার খবরে বলা হয়, 'দ্য অ্যাভন লংগিচুডিনাল স্টাডি অফ পেরেন্টস অ্যান্ড চিলড্রেন (ALSPAC)' নামে এই গবেষণায় ৯ হাজার মা ও তাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯৯০-এর গোড়ায় যারা গর্ভবতী হয়েছেন, সেই মায়েদেরই এর জন্য বেছে নেওয়া হয়েছিল এই জরিপে। যে কারণে এই গবেষণাকে 'চিলড্রেন অফ দ্য ৯০এস' বলা হচ্ছে। 

গবেষক দলের প্রধান সাইফ শাহিন বলেন, ‘এই পর্যবেক্ষণের ভিত্তিতে এখনই জোর দিয়ে বলা যাবে না প্রেগনেন্সির সময় অতিরিক্ত চিনি খেলেই বাচ্চার অবধারিত অ্যাজমা হবে। তবে চিনি যে অ্যাজমার ঝুঁকি বাড়িয়ে তোলে, সে বিষয়ে গবেষকরা নিশ্চিত। সে কারণে গর্ভাবস্থায় যতটা সম্ভব কম চিনি খাওয়ার পরামর্শ রইল।’

 

ঢাকা, ১৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ