Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিশ্বজুড়ে করোনায় ফের মৃত্যু বেড়েছে, কমেছে আক্রান্ত

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২, ২০:১৯

লাইভ ডেস্ক: করোনা মহামারির চিত্র কিছুটা পাল্টেছে। টিকা এবং স্বাস্থ্য বিধির কারণে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। বেশ কিছুদিন যাবৎ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। তবে গত ২৪ ঘণ্টায় সে চিত্র পাল্টেছে আগের কয়েক দিনের তুলনায় মৃত্যু কিছুটা বেড়েছে।

ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ৩০৭ জন। এ সময় মারা গেছেন আরও ২ হাজার ৩৯৭ জন।

এর আগে সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন। এ সময় মারা যান এক হাজার ৮৯৩ জন। তার আগে রোববার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছিলেন ১০ লাখ ৭ হাজার ৭২১ জন। এ সময় মৃত্যু হয়েছিল ২ হাজার ৬৩৫ জনের।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ২০৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২ কোটি ৭৭ লাখ ১২ হাজার ৪৭৩ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৭৮ হাজার ৭৭৯ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৮ লাখ ৬৭ হাজার ৯৬৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৮ হাজার ৬৭৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৬৬০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৪৪৬ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১২ হাজার ৭৯৮ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৩৮১ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৫০০ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ৬৫৫ জন।

পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ২৬ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩০ হাজার ৭১৩ জন।

আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও দক্ষিণ কোরিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।

ঢাকা, ০৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ