Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দিনাজপুরে ইন্টার্ণ চিকিৎসকরদের ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু

প্রকাশিত: ৫ মার্চ ২০১৭, ০৩:২২


দিনাজপুর লাইভ: দিনাজপুরে ইনটার্ন চিকিৎসকরা ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে। শনিবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে ৭২ ঘটনার কর্মবিরতি শুরু করেছে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোগীর সাথে অপ্রীতিকর ঘটনার জেরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪ জন ইন্টার্ণ চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতালের ইন্টার্ণি চিকিৎসকসহ শিক্ষার্থীরা।

সকাল থেকে কাজে যোগ দেননি প্রায় দেড়শ’ ইন্টার্ন (শিক্ষানবীশ) চিকিৎসক। ফলে রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নিয়মিত চিকিৎসকরা।

(৪ মার্চ) শনিবার) দুপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ৪ ইন্টার্ন চিকিৎসকের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা। তাদের সাথে সংহতি জানিয়ে এতে অংশ নিয়েছে দিনাজপুর মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

দাবি পুরন করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। পাশাপাশি কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা। সকাল ৮টা থেকে ৭২ ঘটনার কর্মবিরতি শুরু করেছে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে হঠাৎ করে ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতির ফলে রোগীদের সার্বিক তদারকি ব্যবস্থাপত্রসহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নিয়মিত চিকিৎসকরা।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. তৌহিদ আলম জানান, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সরল চন্দ্র রায় ক্যাম্পাসলাইভকে জানান, ধর্মঘটের ফলে পরিস্থিতি সামাল দিতে বিভাগীয়সহ অন্যান্য চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

রোগীর সেবায় চিকিৎসা কার্যক্রম সচল রাখতে জরুরী ইউনিট খোলার প্রক্রিয়া নেয়া হয়েছে বলে তিনি জানান।

দূর্ভোগের কথা বিবেচনা করে অতি দ্রুত ইন্টার্ন চিকিৎসকদের সমস্যা সমাধান করার জোর দাবি জানিয়েছে রোগী ও তাদের স্বজনরা।

 

ঢাকা, ০৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ