Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ১৩ জুন ২০২০, ২০:৩১

লাইভ প্রতিবেদক: আরো একজন চিকিৎসকের প্রাণ গেল কোভিড-এর ছোবলে।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর জেড. এইচ. সিকদার উইমেনস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অপথালমোলজি) ডা. একেএম ফজলুল হক মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টা ২ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এনিয়ে একদিনে ৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও দুই চিকিৎসকের মৃত্যু হয়। তাদের একজন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার।

অপরজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহির হাসান। শুক্রবার চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) এ তথ্য জানায়।

এদিকে ডিএসআর এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তিনি শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন। তার স্ত্রীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। ডা. রাহাত আনোয়ার চৌধুরী আরও জানান, ডা. গাজী জহির করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে শুক্রবার রাত ১টা ১৮ মিনিটে মারা যান।

তিনি জানান, ডা. একেএম ফজলুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। শুক্রবার বিকালে তার কার্ডিয়াক অ্যারেস্ট হলে সন্ধ্যার দিকে মারা যান। ডা. একেএম ফজলুল হক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করেছেন।

পরে অবসর নিয়ে তিনি জেড. এইচ. সিকদার উইমেনস মেডিকেল কলেজে যোগদান করেন। তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সেসময় তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে নির্যাতনের শিকার হয়েছিলেন। চিকিৎসকদের সংগঠন এফডিএসআরের হিসেবে, এখন পর্যন্ত ২৮ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও পাঁচজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

ঢাকা, ১৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ