Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

করোনাভাইরাস: দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্ত ১৬১, মৃত ৭

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২০, ২২:৩৭

লাইভ ডেস্কঃ দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস সংক্রমণে নতুন করে আরও ১৬১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৬৩ জনে।

সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এসব তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমে জানানো হয়, এই ভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তারা জানান, দেশটিতে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৩ জনে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কর্তৃপক্ষকে শক্তিশালী পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।

এর পূর্বে রবিবার করোনা ভাইরাসের সংক্রমণে যাতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি না পায় সে কারণে দেশটিতে সতর্কতা জারি করা হয়েছে।

চীনে গত বছরের ৩১ ডিসেম্বর হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো এই ভাইরাসটি শনাক্ত হয়। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণে ইরানে ৮ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটিতে নতুন করে ১৫ জনসহ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৩ জনে দাঁড়িয়েছে।

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ