Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সেলফিতে ব্যস্ত সহপাঠীরা, ডুবে মরল কলেজছাত্র!

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার ২০১৭, ০৭:৩০

ইন্টারন্যাশনাল লাইভ : সেলফি তোলা নিয়ে দুর্ঘটনা থামছেই না। তবুও চলছে কারণে অকারণে সেলফি। বিশ্বজুড়ে চলছে সেলফি ঝড়। এই ঝড়ের মাঝেই ঝরে যাচ্ছে শত শত প্রাণ। তবুও থেমে নেই আজব নেশা।

এবার ভারতের বেঙ্গালুরুতে কলেজ শিক্ষার্থীদের সেলফি তোলার ফাঁকে প্রাণ গেছে এক সহপাঠীর। পানিতে নেমে সবাই যখন সেলফি তোলা নিয়ে ব্যস্ত ছিলেন, ঠিক সেসময় তাদের আরেক সহপাঠী পানিতে ডুবে যাচ্ছিলেন। সেদিকে কারও কোন ভ্রক্ষেপ ছিল না। শেষতক ওই সহপাঠী পানিতে ডুবে মারা গেছেন। তবে সেলফিতে সেই সহপাঠীর ডুবে যাওয়ার প্রমাণ রয়ে গেছে।

জানা গেছে, গত রোববার ন্যাশনাল কলেজ অব বেঙ্গালুরুর ২৫ শিক্ষার্থী রামা নগর জেলায় একজন প্রফেসরের নেতৃত্বে পিকনিক করতে যান। তাদের মধ্যই কয়েকজনের একটি দল ১০ ফুট গভীর একটি পুকুরে গোসল করতে নামেন। গোসল শেষে তরুণেরা ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। গোসল শেষে দলটি পাশে মন্দির পরিদর্শনে গিয়ে লক্ষ করে, বিশ্বাস জি নামের এক শিক্ষার্থী নিখোঁজ। তখনই শুরু হয় খোঁজা। পরে মোবাইলে তোলা ছবিতে দেখা যায়, সবাই যখন সেলফি তোলার জন্য পোজ দিচ্ছিল, বিশ্বাস তখন পানিতে ডুবে যাচ্ছিল। পরে স্থানীয় কাগালিপুরা থানার পুলিশ পুকুর থেকে উদ্ধার করে ১৭ বছর বয়সী বিশ্বাসের লাশ।

ওমর নামের এক শিক্ষার্থীরা বলেন, সেলফিতে দেখা যাচ্ছে যে বিশ্বাস ডুবে যাচ্ছে, কারও সেদিকে ভ্রুক্ষেপ নেই। বন্ধুরাসহ সবাই সেখানে ছিল, কিন্তু তারা কিছুই দেখতে পায়নি।’

বিশ্বাসের সহপাঠী সঞ্জয় সিদ্ধার্থ বলে, ‘তার আত্মা শান্তি পাক। সে খুব ভালো ছিল। আমরা তাকে মিস করি। সে সব সময় আমার পাশে বসত।’

বিশ্বাসের বাবার দাবি কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কলেজ প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে।


[সূত্র: এনডিটিভি]


ঢাকা, ২৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ