Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

তুরস্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের স্বর্ণপদক জয়

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার ২০১৭, ০১:২০

লাইভ প্রতিবেদক : সাইয়েদ রাশেদ হাসান চৌধুরী। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে। রাশেদ ঢাবির ২০১০-১১ সেশনে অনার্স এবং মাস্টার্সে প্রথম হয়েছিলেন। ভালো ফলাফলের জন্য ডীনস এওয়ার্ডও জয় করে নিয়েছেন তিনি। বর্তমানে আংকারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। সেখানেও তিনি মেধার স্ফূরণ দেখিয়েছেন। সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জয় করে নিয়েছেন স্বর্ণপদক।

গত ২৩ সেপ্টেম্বর তুরস্কের খিরশেহির-এ ‘ওসমানী সালতানাতের ধর্মীয় ও সংস্কৃতি-তে প্রত্যাবর্তন’ শীর্ষক ৩ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের কোরআন তেলাওয়াতের জন্য সাইয়েদ রাশেদ হাসান চৌধুরীকে আমন্ত্রন জানানো হয়। তাকে অনুষ্ঠানের বিশেষ অতিথিও করা হয়।

অনুষ্ঠানে সাইয়েদ রাশেদ হাসান চৌধুরীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ হন সবাই। পরে তাকে দ্বিতীয়বার তেলাওয়াতের কথা বলা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ.কে. পার্টির সংসদ সদস্য মিখাইল আরসালান, খিরশেহির মিনিউসিপলিটি মেয়র ইয়াশার বাহচেজি, মিনিষ্ট্রি অব কাষ্টমস এন্ড ট্রেড এর জেনারেল ডিরেক্টর মাহমুদ দালগালো সহ হালক ব্যাংক এর জেনারেল ডিরেক্টর প্রমুখ।

এরপর জুম্মার নামাজে খিরশেহির এর কেন্দ্রীয় মসজিদে সাইয়েদ রাশেদ হাসান চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয় এবং সেখানেও তিনি নামাজের আগে ও নামাজের পরে তার সুললিত তেলাওয়াত দিয়ে উপস্থিত সবাইকে অভিভূত করেন।

সবশেষে, সাইয়েদ রাশেদ হাসান চৌধুরীকে তার কৃতিত্বের জন্য মিখাইল আরসালান ও মেয়র ইয়াশার বাজচেজি এর পক্ষ থেকে তুরস্কের ঐতিহ্যবাহী স্বর্ণপদক প্রদান করা হয়।

 

ঢাকা, ২৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ