Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভারতীয় শিক্ষার গুণাগুণ জানাতে স্টাডি ইন ইন্ডিয়া’র উদ্বোধন

প্রকাশিত: ২২ জুলাই ২০১৭, ০৫:০২

 

লাইভ প্রতিবেদক: ভারতীয় শিক্ষা ব্যবস্থার গুণাগুণ জানাতে স্টাডি ইন ইন্ডিয়া’র উদ্বোধন করা হয়েছে। ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয়, কলেজ এবং আবাসিক স্কুলগুলোর বৈশিষ্ট সম্পর্কে বাংলাদেশী শিক্ষার্থীদের ধারণা দেয়ার জন্যেই এই মেলার আয়োজন করা হয়। 

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে শুক্রবার এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। 

শনিবার এই মেলা শেষ হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে এই মেলা। এই মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করছে বাংলাদেশের ভারতীয় দূতাবাস। 

এবারের মেলায় ভারতের বিভিন্ন অঞ্চলের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং আবাসিক স্কুল অংশ নিচ্ছে। এর মূল উদ্দেশ্য ভারতে পড়তে ইচ্ছুক বাংলাদেশী শিক্ষার্থীদের সহজে সঠিক তথ্য দেয়া। এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এই প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন যার মাধ্যমে সঠিক তথ্য প্রাপ্তির নিশ্চয়তা লাভ করা সম্ভব হচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, এ মেলার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতে পড়াশোনা সহজ হবে। ভারতের শিক্ষা ব্যবস্থার অবকাঠামোর উন্নয়ন হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা ওখানে পড়াশোনা করে নিজেদের যোগ্য করে তুলতে পারবে। 

ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে উভয় দেশে সোনালী অধ্যায় শুরু হয়েছে মন্তব্য করেন ভারতের হাইকমিশনার। 

জানা গেছে ক্যামব্রিজ কারিকুলাম, ব্যকলোরেট কারিকুলাম কিংবা ইন্ডিয়ান কারিকুলাম তিন মাধ্যমেই পড়ার সুযোগ দিচ্ছে মেলায় অংশগ্রহণকারী স্কুলগুলো। স্কুলের প্রধানরা মেলায় আগত অভিভাবকদের সাথে মতবিনিময় করছেন। স্ট্যান্ডার্ড টু থেকে টুয়েলভ পর্যন্ত ভর্তি নিবে স্কুলগুলো।

ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, প্যারা মেডিকেল, ডেন্টাল, নার্সিং, বায়ো টেকনোলজি, ফার্মেসি, আইটি, এমবিএ, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, জার্নালিজম, আর্কিটেকচার সহ বিভিন্ন বিষয়ে স্পট অ্যাডমিশনের সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সারদা বিশ্ববিদ্যালয়, অমিতি বিশ্ববিদ্যালয়, এসআরএম বিশ্ববিদ্যালয়, আচার্য ইন্সটিটিউট, মানব রচনা বিশ্ববিদ্যালয়, অ্যালায়েন্স বিশ্ববিদ্যায়, লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়, মোদী বিশ্ববিদ্যালয়, অপিজয় সত্য বিশ্ববিদ্যালয়, এইমস ইন্সটিটিউট অন্যতম।

 

ঢাকা, ২১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ