Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ফিনল্যান্ডের জাতীয় ক্রিকেট দলে আরেক তারকা বাংলাদেশী ছাত্র

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০১৮, ২০:১৩

স্পোর্টস লাইভ : ফিনল্যান্ডের জাতীয় ক্রিকেট দলে চান্স পেয়েছেন বাংলাদেশী আরেক ছাত্র তন্ময় সাহা। তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ছাত্র ছিলেন। ফিনল্যান্ডে ব্যাচেলর করতে গিয়ে ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। ফিনল্যান্ডের জাতীয় দলে চান্স পাওয়া অপর ছাত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। তার নাম নুরুল হুদা শিপন। কাল বুধবার ICC World Twenty20 Europe Qualifier ম্যাচে ফিনল্যান্ডের জাতীয় দলের হয়ে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশী এই দুই ছাত্রের।

তন্ময় সাহার বাড়ি কিশোরগঞ্জে। বাংলাদেশে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। পরে ট্যুরিজমের ওপর ব্যাচেলর করার জন্য স্টুডেন্ট ভিসায় ফিনল্যান্ডে যান তন্ময়। সেখানে গিয়ে তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত হন। কলেজে থাকা অবস্থায় বাংলাদেশে তিনি কলাবাগান ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি ফিনল্যান্ডের সেনট্রিয়া উইনিভার্সিটি অব অ্যাপ্লাইড সাইন্সে ভর্তি হন। ২০১৭ সালে তিনি Bengal tigers Cricket club এর সঙ্গে যুক্ত হন। ফিনল্যান্ডের জাতীয় দলের হয়ে তিনি বাল্টিক টুর্নামেন্টে অংশ নেন। পরে তাকে চান্স দেয়া হয় ফিনল্যান্ডের জাতীয় দলে। এই অলরাউন্ডার ডানহাতে বল ও ব্যাট করে থাকেন।
ক্যাম্পাসলাইভ পরিবারের পক্ষ থেকে এই তারকা ক্রিকেটারের জন্য রইলো শুভকামনা।

ঢাকা, ২৮ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ