Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

টেক্সাসের স্কুলে বন্দুকধারীর গুলিতে ৮ শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১৯ মে ২০১৮, ০৪:১৪

ইন্টারন্যাশনাল লাইভ: স্কুলে ঢুকে গুলি করে আট শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রে তোলপাড় চলছে। পুলিশ ও গোয়েন্দারা এ হত্যাকাণ্ডের ব্যপারে ব্যাপকভাবে তদন্তে নেমেছে। তারা খোঁজে বেরকরার চেষ্ঠা করছেন এর নেপথ্যের নায়কদের। যদিও মার্কিন মুল্লুকের জন্য এটা নুতুন কোন ঘটনা নয়।

জানা গেছে, টেক্সাসের সান্টা ফে হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার সকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।

পুলিশ হামলার ঘটনায় একজনকে আটক করেছে। স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪০০ এর অধিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষেদর্শীরা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে এমন হামলার ঘটনা বেড়েই চলেছে। আজকের ঘটনাটি গত সাত দিনে তৃতীয় স্কুল শুটিং এর ঘটনা।

আর যুক্তরাষ্ট্রে এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২২ তম বারের মতো এমন হামলার ঘটনা ঘটলো। তবে অনেক ঘটনার রহস্যই রয়েছে উদঘাটনের বাইরে। এব্যপারে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন এত গোয়েন্দা ও সাদা পোশাকধারী থাকার পরেও এমন দু:খজনক ঘটনা মেনে নেওয়া যায় না।


ঢাকা, ১৮ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ