Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জেরুজালেম রক্ষায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাস্তায়

প্রকাশিত: ১১ ডিসেম্বার ২০১৭, ১০:১৫

ইন্টারন্যাশনাল লাইভ : মিশরের কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শত শত শিক্ষার্থী। ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ায় এই সিদ্ধান্তের প্রতিবাদে রোববার তারা ওই বিক্ষোভ দেখিয়েছেন।

কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে যোগ দিয়েছেন শত শত শিক্ষার্থী। এ সময় বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ এল-মাহারজী এবং কয়েকজন প্রফেসর উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা ইজরায়েল নিপাত যাক স্লোগানে ক্যাম্পাস মুখোরিত করে তোলেন এবং কিছু ইজরায়েলি পতাকায় আগুন দেন।

এদিকে জেরুজালেম সবসময়ই ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী এই স্লোগানে বিখোভ করেছে কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের পরনে ছিল ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক।

বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদেল ওয়াহাব ইজাত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের উপস্থিতিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এছাড়াও, বৃহস্পতিবার মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে কায়রোতে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

ঢাকা, ১১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ