Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

অহংকারীর কবলে অবহেলিত

প্রকাশিত: ১২ নভেম্বার ২০১৬, ২২:৫১

আল্লাহতালা মানুষের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, ভাগ্যে বা তাকদিরের উপর বিশ্বাস থাকা ঈমানের দাবি। অতএব, ভাগ্যে বা তাকদিরের উপর বিশ্বাস না থাকলে ঈমান থাকবেনা, মুসলিম হিসাবে তা জানা ও মানা অত্যাবশ্যক।

তাহলে এটা পরিষ্কার যে ধনী, গরীব, মেধাবী, কম মেধাবী এই সকল মহান আল্লাহ্‌ তালাই ভাগ্যে নির্ধারণ করে দিয়েছেন। কবি নজরুলের অসংখ্য চমৎকার লেখা হতে "কুলি-মজুর" কবিতার “এমনি করিয়া জগত জুরিয়া মার খাবে দুর্বল?” এই লাইনটি আমার খুবই প্রিয়।

কবিদের অনেক কথাই কেন জানি যুগ যুগ ধরে বাস্তব। কেননা কবি নজরুলের এই কথাটি বর্তমান প্রেক্ষাপটের সাথে রয়েছে শতভাগ মিল। অনেক ক্ষেত্রেই নিম্মদের অবহেলা ছাড়া কিছুই নাই। একজন বাস চালক কিংবা রিক্সা চালককে দেখে মনে হয়, সে কিছুই নয়, আরে তার তো কোন অক্ষর জ্ঞান নেই। একটু ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে বলে অন্য সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিদ্রুপ মনোভাব।

ক্লাশের প্রথম সারির মেধাবির কাছে পিছনের সারির দুর্বলদের জন্য রয়েছে শুধু অবহেলা আর অবহেলা এবং স্যারদের কাছেও পোহাতে হয় অনেক অপমান। স্যারদের জন্য উত্তর রয়েছে, স্যার হয়তো সে আপনার গত বাধা পড়া পড়েনি সত্য কিন্তু অন্য কিছুতো করেছে।

আমার মতে দুর্বলরা তাদের মেধা যোগ্যতা প্রতিনিয়ত দেখায়। রাস্তার বুকে সতর্কতার সাথে ড্রাইভিং করে একজন ড্রাইবার কি আপনাকে গন্তবে পোঁছাইয়নি? তাহলে আপনার কেন এত অহংকার? তার মেধা হয়ত পরীক্ষার ফলাফলে প্রকাশ করতে পারছেনা, কিন্তু আমার সামনে

সে ঠিকই প্রমান করেছে। যেই ভাবে সার্কাসের মতো হাত ছেড়ে বাইক চালিয়ে দেখালো মেধার জগতের প্রথমকে দিলে এইভাবে সার্কাসের গতিতে বাইক চালাতে হয়তো নাও পারতে পারে।

আমি আমার সামান্য জ্ঞান থেকে একটা কথা বলি, “ You have been blessed with some latent tallents from Allah (SWT) only time is needed to prove that” হে অবহেলিত, আজকের নেওয়া পরীক্ষায় হয়তো আপনার সাফল্য নেই সত্য, কিন্তু হয়ত আল্লাহতালা আগামী কালের পরীক্ষায় আপনার সাফল্য ঠিকই রেখেছেন।

অবহেলিত ছাত্রটি হয়েছে সবচাইতে মেধাবী সফল ছাত্র, অবহেলিত গরীব মানুষটির স্থান হয়েছে সফলদের কাতারে, অসম্মানের মানুষটি হয়েছে সকলের নিকট সবচাইতে সম্মানের এই রকম অসংখ্য দৃষ্টান্ত আমাদের জানা, ইতিহাস তারই সাক্ষী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে না লিখে পারলাম না। হযরত খাদিজা (রাঃ) বিয়ে করার পূর্বে, তিনি ছিলেন তারই অধীনে থাকা একজন কর্মচারী।

তিনি চাইলে খাদিজা (রাঃ) এর সকল ধন-সম্পদ নিজে ভোগ করতে পারতেন এবং সহজেই হতে পারতেন ধনী। বরং তা না গ্রহন করে খাদিজা (রাঃ) নিকট ধন-সম্পদ বিলিয়ে দেওয়ার শর্ত দেন। সুযোগ ত্থাকার পরও ধনসম্পদের প্রতি কোন লোভ আমাদের প্রিয় নবীকে বিন্দু মাত্রের জন্য স্পর্শ করতে পারেনি, এত বড় ত্যাগ হতে অবশ্যই আমাদের শিক্ষা নেওয়া উচিত।

কাজেই, সব সময় আমাদের বড় হওয়ার আকাঙ্ক্ষা বাদ দেওয়া উচিত। হতাশ না হয়ে, মহান আল্লাহ্‌তালার উপর ভরসা রাখুন, তিনি চাইলে মানুষকে দিতে পারেন এবং চাইলে তা ছিনিয়ে নিতে পারেন।

হে অহংকারি, হ্যাঁ আপনাকেই বলছি, মেনে নিচ্ছি আজ আপনি মেধাবী, ধনী, উঁচু মহলের মানুষ কিন্তু এটা ভুলবেন না আজ পিছনের দুর্বল সারির জন্য আপনার আজকের এই পরিচয়। একবার ভাবুন, পিছনের সারি না থাকলে কি করে আপনার অবস্থান প্রথম সারিতে হতো? বরং তা হতো খালি মাঠে গোল দেওয়ার মতো। আজ বাস চালক, রিকশা চালক থাকাতে আপনি নিজকে প্রকাশ করতে পেরেছেন, তা নাহলে আপনি হয়ত রিকশা চালিয়ে নিজকে প্রকাশ করতে হতো।

আজ আপনি যাদের অবহেলা করছেন, সেখানে যদি আপনার অবস্থান হতো তাহলে আপনি কি করতেন? যদি এটা ভেবে থাকেন যে, আপনিও হয়ত উঁচু মহল দ্বারা অবহেলিত হতেন। আপনার এই ধরনের মানসিকতা থেকে বুঝা যায় আপনি কেমন মানুষ?

অপরকে অবহেলা করার আগে ভাবুন ইতিহাসের সেই সকল মানুষদের কথা, যারা সামান্য সময়ের ব্যাবধানে হারিয়েছে তার সকল অর্জিত সম্পদ ও সম্মান। আবারো আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আজ দিনটি আপনার কিন্তু আগামী দিনটি এখনো সম্পূর্ণ বাকী।

মোঃ জাকারিয়া
গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট, আইআইইউসি

ঢাকা, ১২, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ