Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ছুটি শেষে আবারো প্রাণবন্ত বেরোবি ক্যাম্পাস

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বার ২০১৭, ০৩:১৬

তাহসিন ইসলাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর চাঞ্চল্য প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাস। ফলে আবারো প্রাণোবন্ত হয়ে ওঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসহ আড্ডার চিরচেনা স্থানগুলো শিক্ষার্থীদের পদচারণায়  ক্যাম্পাসকে করে তুলেছে প্রাণোচ্ছল। একই সঙ্গে প্রশাসনিক ভবনেও বেড়েছে কর্মব্যস্তত।

১০ দিনের ছুটি শেষে গত ১০ সেপ্টেম্বর (রবিবার) থেকে একাডেমিক কার্যক্রম চালু হয়েছে সাথে সাথে শুরু হয়েছে  ক্লাস-পরীক্ষা। বিশ্ববিদ্যালয় খোলার দুই -তিন দিন পরে আবার আগের মত সৌন্দর্য ও প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাফেটেরিয়ার চত্ত্বর, শহীদ মিনারে, কৃষ্ণচূড়া রোডে, কেন্দীয় লাইব্রেরীর পাশে, প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। জমে উঠেছে চিরচেনা আড্ডার স্থানগুলোও।

তাছাড়াও কেন্দ্রীয় লাইব্রেরীর পাশে ও প্রশাসনিক ভবনের পাশে শিক্ষার্থীদের গ্রুপ স্টাডিজ এর দৃশ্যও চোখে পড়ে। প্রায় সবখানেই চলছে ঈদে কাটানো মজার মজার সময়গুলো বন্ধুদের সাথে শেয়ার করার ধুম। সব মিলিয়ে গান,গল্প,হাসি আর আড্ডায় মেতে উঠেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।

গণযোগাযোগ ও সাংবাদিকতা  বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজ বলেন, পরিবারের সাথে ঈদে ছুটি কাটানোর মজাটাই ভিন্ন কারন, একমাত্র ঈদেই সবার সাথে সাক্ষাত করা সম্ভব হয় । তারপর মায়ের হাতের রান্না খাওয়া তো আর মিস করা যায়না। সব মিলে আনন্দপূর্ণ সময় পার করে আবার ফিরে এলাম প্রাণের ক্যাম্পাসে। এসে বন্ধুদের সাথে আবার ফিরে যাই আগের চিরচেনা  সেই স্থানগুলোতে যেখানে সবাই মিলে একত্রিত হই গল্প আর –গান নিয়ে। ভুলে যাই বন্ধুদের সাথে আড্ডার মাঝে সেই বাড়িতে কাটানো সময়গুলো। আর এভাবেই  বন্ধুদের সাথে পড়াশুনার পাশাপাশি  হাসি আর গল্পের মধ্য দিয়ে কাটাতে চাই আগামী দিনগুলো ।

“ক্যাম্পাস বরাবরই আমার কাছে ভালো লাগে। কেননা ক্যাম্পাসে আসলেই  দেখতে পাই চিরচেনা সেই মুখগুলো। বন্ধুদের ছাড়া আসলে আমার সময় যেন কাটে না তাইতো বাড়িতে গিয়ে বারবার মনে পড়ে ক্যাম্পাসের বন্ধুদের সাথে কাটানো আনন্দঘনপূর্ণ সময়ের কথা । সব মিলিয়ে ছুটি কাটিয়ে আবার ক্যাম্পাসে ফিরে এসে চিরচেনা মুখগুলো দেখে খুবই ভালো লাগছে । ঈদের ছুটি শেষে ক্যাম্পাসের ভালোলাগাগুলো এভাবেই ব্যাক্ত করছিলেন লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী রুবেল।

এদিকে এখন বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগে যাথাররীতি ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও আগের মতই চালু হয়েছে । বিশ্ববিদ্যালয়ের পরিবহণ এখন শিক্ষার্থীদের নিয়ে ছেড়ে যায় গন্তব্যস্থলে। সবকিছু মিলে ঈদের ছুটির মধ্যে শিক্ষার্থী শুন্য ক্যাম্পাস আবার শিক্ষার্থীদের পদচারণায় নতুন ভাবে প্রাণ ফিরে পেয়েছে। ছুটির সময়ের ঘুমিয়ে থাকা ক্যাম্পাস যেন পূর্বের ন্যায় আবার জেগে উঠেছে। নাড়ির টানে বাড়িতে  দীর্ঘদিন অতিবাহিত করার পর ক্যাম্পাসে ফিরে প্রথমে অস্বস্তিবোধ করলেও মানিয়ে নিতে মোটেও অসুবিধা হচ্ছে না আবাসিক শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের ফিরে আসার মাধ্যমে আবার প্রাণোবন্ত হয়ে উঠেছে সবুজে ঘেরা এই ক্যাম্পাস। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এখন তারা আবার নিজেদের পড়াশুনায় মনোনিবেশ করছে। সবার জীবনে ঈদ ফিরে আসুক বারবার । ঈদ পরবর্তী জীবন যেন হয় ঈদের দিনের মতোই আনন্দময় এই প্রত্যাশা সবার।

 

ঢাকা, ১৫ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ