Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

টাপুর টুপুর বৃষ্টিতে তারুণ্য উচ্ছল ক্যাম্পাস!

প্রকাশিত: ২০ জুলাই ২০১৭, ০১:১২

লাইভ প্রতিবেদক: "বর্ষা" কার না ভালো লাগে। "বর্ষা" মানে ঝুম ঝুম বৃষ্টির শব্দ, মেঘলা আকাশ, অলস দুপর, শান্ত বিকেল, নিস্তব্ধ চারিদিক। তারপরও প্রতিনিয়ত ক্লাস ঠিকমতো হচ্ছে এটাও কিন্তু একটা ভাল দিক। তবে যোগাযোগের ভরসা একমাত্র রাস্তা যদি খারাপ থাকে, তাহলে কি আর ভালো লাগে? বৃষ্টিতে ক্যাম্পাসের তরুণদের ভাবনা, ক্লাস করার অভিজ্ঞতা, বৃষ্টির ছন্দ তরুণ রক্তে কেমন স্বপ্নের ছন্দ আনে এমন অনেক বিষয়ে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন ক্যাম্পাস লাইভের প্রতিবেদক মুন্নি আক্তার এবং তামান্না আফতাব। 

ফার্মেসী বিভাগের ২য় সেমিষ্টারের শিক্ষার্থী সানজিদা আহমেদ টুম্পা জানায়, বৃষ্টির দিনে ক্লাস ভালো লাগে কারণ শান্ত নিরিবিলি পরিবেশ লাগে না কোন অস্বস্তি। প্রকৃতি নিজেকে ধুয়ে মুছে নতুন ভাবে সামনে এসে দাড়ায়। বৃষ্টি স্নাত এই স্নিগ্ধতাই ভালো লাগার অন্যতম কারণ। 

মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৮ম সেমিষ্টারের শিক্ষার্থী সাব্বির আহমেদ প্রিন্স জানায়, বৃষ্টি আমার খুব প্রিয়। বৃষ্টি ভেজা ক্যাম্পাস আমার মুগ্ধতা। এইসময়ে বন্ধুদের সাথে আড্ডা বেশ জমে। প্রথমে ক্লাস করতে ভালোই লাগে কিন্তু পরে আর ক্লাসে মন বসে না।

সি.এস.ই বিভাগের ৫ম সেমিষ্টারের শিক্ষার্থী মাহতাবুর রহমান সবুজ জানায়, বৃষ্টির স্পর্শ কার না ভালো লাগে।বৃষ্টিতে ক্লাস করতে মোটেও ভালো লাগেনা। বিশেষ করে কর্দমাক্ত এবং ভাঙা রাস্তা তার প্রধান কারণ । রিক্সায় যাবো তাও ভয়।তাই আমার কাছে এখনকার বৃষ্টি মানেই লম্বা ঘুম।ঘুম থেকে উঠেই গরম খিচুড়ি সাথে গরু অথবা মুরগীর মাংস। শুকনা জাতীয় খাবার গুলোর মধ্যে পেঁয়াজ, কাচা মরিচ , চানাচুর , সরিষার তেল দিয়ে মুড়ি আর বন্ধুদের আড্ডায় বৃষ্টি উপভোগ করতেই ভালো লাগে। তবে বৃষ্টিতে মাঠে ফুটবল খেলার কথা থাকলে আর ঘরে মন টেকে না। ছুটে যাই মাঠের পানে ।

একই বিভাগের শিক্ষার্থী সানজিদা আফরিন জানান, বৃষ্টি কার না ভাল লাগে। কিন্তু দুর্ঘটনাতো কারো কাম্য না। তবু সবকিছু পেড়িয়ে বৃষ্টিস্নাত ক্যাম্পাস উপভোগ করার লোভটা সামলানো খুব মুশকিল।

আইন বিভাগের শিক্ষার্থী আশা চৌধুরী নিশু জানান, বৃষ্টি প্রকৃতির এক অপরুপ উপহার। ক্যাম্পাসে বৃৃষ্টি মানেই বন্ধুদের নিয়ে আড্ডা। বৃষ্টি মানে ক্যান্টিনের খিচুড়ি। মাঝে মাঝে বৃষ্টির দিন এই তরুণ মনকে নানান ভাবনায় ভরিয়ে দেয়।

ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী হাসান রূহানী বলেন, বৃষ্টি এলেই ভয় কাজ করে। বাইশ মাইল সড়কের যে খারাপ অবস্থা তাতে ক্লাশ করা অসম্ভব হয়ে পড়ে। ক্লাস না করলে জরিমানা এবং পরীক্ষায় বসতে না পারা এড়াতেই ক্যাম্পাসে আসা। অনেক বৃষ্টিতে ক্লাস না হলে ভালো হয়।

যদিও বর্ষার অলসতা ছাঁপিয়ে শিক্ষার্থীরা ক্লাস করতে আসে কিন্তু বিশ্ববিদ্যালয় আসার পথে বাইশ মাইলের রাস্তার যে দুরবস্থা তাতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। এই বিষয়ে শিক্ষার্থীরা বারবার মানববন্ধন করে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করলেও সুরহা হচ্ছে না। তাই মনোমুগ্ধকর বৃষ্টি গণ বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের কাছে ভোগান্তির অপর নাম হয়ে উঠেছে।

 

ঢাকা, ১৯ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ