Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাককানইবিতে বৃষ্টি মানেই অন্য রকম আমেজ

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৭, ০৫:৫৬


মেহেদী জামান লিজন, জাককানইবি: ষড়ঋতুর দেশ বাংলাদেশ। নীলাভ আকাশে ঘন কালো মেঘ আর রিমঝিম বৃষ্টি যেন বর্ষার চিরচেনা রুপ। বর্ষা এলেই প্রকৃ্তি তার রুপ ভুলে হয়ে ওঠে স্নিগ্ধ – শ্যামল ।

বর্ষার যেন  নতুন রুপে সাজে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণ ।

গোটা ক্যাম্পাস যেন বর্ষার আবেদনে রুপ নেয় এক অপরুপ স্নিগ্ধতায়। বিশ্ববিদ্যালয়ের শেওরাতলা, চুরুলিয়া মঞ্চ, গাহি সাম্যের গান মঞ্চ, চা চক্র, চক্রবাক ক্যাফে,  হেনা রোড, নতুন রাস্তা, ময়না দ্বীপ, চারু দ্বীপ, স্পারো রোড, লাইব্রেরী ভবন,  বটতলা, আবেগের মোড়  সব যেন বর্ষার অপরুপ রঙে রঙ্গিন হয়ে উঠে ।

সাপ্তাহিক ছুটির দিন হলেও ক্যাম্পাসে শিক্ষার্থীরা বর্ষা উপভোগ  করেন প্রানভরে। ছেলেরা ফুটবল নিয়ে নেমে পড়ে ক্যাম্পাসের মাঠে , সব ভুলে যেন সবাই বর্ষায় মগ্ন ।

চারুকলা বিভাগের শিক্ষার্থী রাত্রি জানান, বৃষ্টি ভেজা ক্যাম্পাস আর ছবি আঁকা সব মিলে এক অসাধারন অনুভুতি ।

অর্থনীতি বিভাগের পাফিনের কাছে বৃষ্টি ভেজা ক্যাম্পাস মানে বন্ধুদের সঙ্গে আড্ডা আর গুনগুন করে গান গাওয়ার দিন ।

বৃষ্টির দিন গুলো ক্যাম্পাসের সকলের প্রিয় । কেউ বৃষ্টিতে ভিজে আড্ডা-গানে, কেউবা সময় কাটান প্রিয়জনের সাথে আলাপচারিতায় আবার কারো কাছে বৃষ্টির দিনগুলো মানেই প্রিয়জনের সঙ্গে রিকশা ভ্রমণ কিংবা একই ছাতার নিচে আধভেজা হয়ে একান্তে সময় কাটানো ।

 

ঢাকা, ১৪ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ