Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাবা হলো রাজা আর আমি তার রাজকন্যা

প্রকাশিত: ১৮ জুন ২০১৭, ২০:০৫



মুন্নি আক্তার, গণবি: বাবার প্রতি ভালোবাসা কার নেই। সারাদিন কর্মজীবনে ব্যস্ত থাকে সন্তান কে দু মুঠো খাওয়ানোর জন্য। এত ব্যস্ততা সত্ত্বেও ভুলেনেনা সন্তানের খাবারের প্রিয় মেন্যুটি। ঈদ এলে নিজে কিছু কিনার কথা না ভেবে সন্তানের জন্য করেন কেনাকাটা। নিজের সর্বস্ব দিয়ে হলেও সন্তান সন্তনিদের মানুষের মত মানুষ করে গড়ে তুলতে বাবার কোন জুড়ি নেই।

এবার দেখা যাক বাবা দিবসে গণবির শিক্ষার্থীদের মতামত। আর এই বাবা দিবস নিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন আমাদের গণবি প্রতিনিধি মুন্নি আক্তার।

আইন বিভাগের শিক্ষার্থী খায় সিং মারমা জানান, আমার বাবা খুব গুছিয়ে মিথ্যা বলতে পারেন। তিনি কখনোই শত পরিশ্রমের পরও ক্লান্ত হননা, তার কখনোই ক্ষুধা পায়না, মাঝে মধ্যে মনে হয় বাবার কোন চাহিদা নেই, অাবদার নেই, তিনি বায়না করতে জানেন না। জানেন শুধু হাসিমুখে আমার সব আবদার পূরণ করতে। বাবাকে জামা কিনে দিলেই বলেন, কি দরকার এসব কিনার??? তারপর একটু মুচকি হাসি দেন, সেই হাসিটা আমার কাছে বিরাট পাওয়া। বাবা খুব ভালোবাসি তোমাকে।

মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান তিতাস বলেন, ছোটবেলা থেকেই যার ভালোবাসায় প্রতিটা মুহূর্ত সিক্ত হয়ে থাকি তিনি হচ্ছেন আমার বাবা। বাবা মানেই সকল চাওয়া আর আবদার পূরণ। ছোটবেলা থেকেই বাবা আমার সব ভাল কাজে সমর্থন করেছেন। অবশ্যই বাবার স্বপ্ন পূরণ করবো।খুব ভালোবাসি বাবা তোমাকে।

সি এস ই বিভাগের শিক্ষার্থী রাশেদ জানান, ক্যাম্পাস ছুটিতে যখন বাসায় যাই তখন মা আমাকে দেখে যেমন আবেগি হয়ে যায়..বাবা কিন্তু তেমনটা করে না। কিন্তু তাই বলে যে সে আমাকে ভালবাসে না,এটা কিন্তু না। দেখা যাবে যে পরের দিন আমার প্রিয় খাবারগুলোর জন্য বাবা পুড়ো বাজার টাই যেন বাসায় নিয়ে আসছে।সে যেমন আমাকে নিরবে অসিম ভালবাসা দিয়ে গেছে,তার জন্য রইল আমার অগাধ শ্রদ্ধা এবং অসীম ভালবাসা।

ফার্মেসী বিভাগের শিক্ষার্থী নীহারিকা ইসলাম জানান, যার হাত ধরে গুটি গুটি পায়ে হাটতে শেখা,প্রচন্ড মন খারাপের সময় নিজের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখা মানুষটি হলো বাবা।নিজের কষ্টগুলোকে আড়াল করে সবসময় আমাদের মুখে হাসি ফুটিয়েছে। যখন যা কিছু প্রয়োজন হাজারো সমস্যার মধ্যেও বাবা ঠিকই এনে দিয়েছে।জীবনে যখন নেমে আসে চরম হতাশা চোখ বন্ধ করলে ভরসা করার মতো একজনকেই পাই, সে হলো আমার বাবা। ।তাই প্রতিটা মেয়ের কাছে বাবা মনে হয় একটু বেশিই স্পেশাল।

বিবিএ বিভাগের শিক্ষার্থী তনুজা চক্রবর্তী বলেন, আমার আর আমার বাবার সম্পর্ক দুই রকমের।। এক হল বাবা মেয়ের সম্পর্ক অন্যটি হল মা আর ছেলের সম্পর্ক।মাঝে মাঝে আমি বাবাকে শাসনও করি। ছোট বেলা থেকে তার আদর ভালোবাসাটা সব সময় দূর থেকে পেয়েছি। কিন্তুু আমার সব আবদার সে দুর থেকেও পূরণ করেছে। আর সব চাইতে বড় কথা তোমাকে কখনো বলা হয়নি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। মাঝে মাঝে খুব মনে পড়ে তোমার দুষ্টামি গুলো তখন একা একা হাসি।। তোমার ভালোবাসা আমার কাছে সব ভালোবাসার চাইতে দামী।।

বিবিএ বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ঐশী জানান, বাবা হোলো রাজা আর আমি তার রাজকন্যা। দুনিয়ার যতো আবদার আহ্লাদ সব বাবার কাছে। বিয়ের পড় বাবা অনেক দূরে তবু বাবা অনেক কিছু বাবাকে অনেক ভালবাসি।

এভাবেই নিজের মত করে বাবা দিবস নিয়ে তাদের ভাবনা এবং বাবার প্রতি তাদের অকৃত্তিম ভালবাসা প্রকাশ করছিলেন গণ বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা। আজ বাবা দিবসে শুধু একটাই প্রত্যাশা। বাবার প্রতি ভালবাসা শুধু বাবা দিবস কেন্দ্রিক না হয়ে প্রতিটি দিন হয়ে উঠুক বাবা দিবস। ভাল থাকুন পৃথিবীর সকল বাবারা সন্তানের ভালবাসায়।

 

ঢাকা, ১৮ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ