Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিশ্ববিদ্যালয়ে গণরুমে থাকা ছাত্রীদের বিয়ে করবেন যে কারণে!

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৭, ০৮:০২

শাহিনা রিক্তা : বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে (গণরুমে) থাকা ছাত্রীদের যে কারণে বিয়ে করবেন চলুন জেনে নেয়া যাক। কোন ঝুট-ঝামেলা ছাড়া কেন সংসার জীবনে সুখে-শান্তিতে থাকতে পারবেন তার কিছু কারণ:-

>>> ডরমিটরিতে থাকা মেয়েরা এক গজ জায়গার মধ্যে ঘুমানো, খাওয়া, পড়া-লেখা, মুভি দেখা সব করতে পারে। সুতরাং এদেরকে বিয়ে করলে ঘুমানোর সময়ে আপনার সাথে জায়গা নিয়ে কখনও ঝগড়া লাগার সম্ভবনা নেই।

>>> এরা একটা তাক আর একটা ট্রাঙ্কের মধ্যে সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখতে চরম এক্সপার্ট। অতএব দামী দামী ফার্নিচার কেনার জন্য আপনার পেছন পেছন কখনও প্যানপ্যান করবেনা এই জাতীয় মেয়েরা।

>>> বড় আপুদের সাথে মিউচুয়াল করে, কখনও চোখরাঙ্গানি মেনে নিয়ে কৌশলে চুপিসারে রান্নাটা কি প্রকারে সেরে নেওয়া যায় সে বিষয়ে এদের চেয়ে অভিজ্ঞ মনে হয় আর কেউই নেই। সুতরাং অপচয় করে বিলাসিতার জন্য রাইচ কুকার, কারি কুকার কেনার হাত থেকে বেঁচে যাবেন আপনি।

>>> সাধারণত এরা সেঞ্চুরি পেরোনো সংখ্যক রুমমেট নিয়ে একরুমে অনায়াসে বাকবিতণ্ডা ছাড়া মাসের পর মাস কাটিয়ে দিতে পারে। তাই ভয় পাবেননা, এরা আপনার ভায়ের শ্যালক-শ্যালিকা, আপনার বোন অর্থাৎ এদের ননদ-বর, ননদের ননদ, তাদের ছেলেমেয়ে নিয়েও স্বচ্ছন্দে সংসার করে যেতে পারবে।

>>> সবাইকে নিয়ে কিভাবে মজা-মাস্তি, আড্ডা করতে হয়, একসাথে পরিবারের মত করে খেতে হয় তা ডরমিটরিতে যেসব মেয়েরা থাকে তাদের চেয়ে এই কাজ ভাল কেউ পারেনা। তাই আপনার মা-বাবা, বন্ধু-বান্ধব, পথের থেকে পথিক ধরে আনলেও এরা বিনাবাক্যে হাসিমুখে আপ্যায়ণ করবে কোন সন্দেহ নেই।

>>> একসাথে সকলে মিলে নামায আদায় করতে হয় কিভাবে তাও এদের চেয়ে ভাল কেউ জানেনা। সুতরাং এদেরকে নামাযের তাগিদ আপনাকে দেওয়া লাগবেনা বরং এরাই আপনাকে ফযরের ওয়াক্তে কান ধরে জেগে তুলে মসজিদে পাঠিয়ে দিবে।

>>> মশার কামড় খেয়ে ধৈর্য্য ধরে রিডিং রুমে ঘন্টার পর ঘন্টা রাত জেগে এই ডরমিটরির মেয়েরাই আলগোছে পড়তে জানে। অতএব অফিস করে এসে আপনাকে রাত জেগে সন্তানের দেখভাল করা লাগবেনা। অকুণ্ঠচিত্তে এরাই সকল কাউ কাউ জ্বালা মুখবুজে রাত্রিজাগরণের পরেও সয়ে নিবে।

>>> শুধু কি তাই, পৃথিবীর যে প্রান্তেই এদেরকে নামিয়ে দেওয়া হোক না কেন, সেই প্রান্তই এরা জয় করে ফিরবে।

--নতুন নতুন অভিজ্ঞতা


শাহিনা রিক্তা
রাজশাহী বিশ্ববিদ্যালয়


ঢাকা, ২৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ