Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চুয়েটে ক্রমান্বয়ের চার বছর

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭, ১৬:১৩

 

চুয়েট লাইভ: সকাল থেকে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি । তারপরও উৎসাহ উদ্দীপনার অভাব নেই । প্রস্তুতি চলছে নানা আয়োজনের । চারপাশে বিরাজ করছে উৎসব আর কোলহলমুখর পরিবেশ। চার বছর পূর্তিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের   ১২ ব্যাচের শিক্ষার্থীদের উৎসবের চিত্র এটি । ব্যাচের নাম ক্রমান্বয় ।‘গল্পের শেষ নয় , ইতিহাস ক্রমান্বয় ’ এ স্লোগাণকে সামনে রেখে দুই দিনব্যাপী বর্নাঢ্য আয়োজনে র‌্যাগ ২০১৭ এর মশাল মিছিল ও চার বছর পূর্তি উদযাপন করে ১২ ব্যাচের শিক্ষার্থীরা ।


অনুষ্ঠানের প্রথম দিন বিকেলে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে  ফ্ল্যাশমোবের মাধ্যমে এ আয়োজনের পর্দা উঠে। এ সময় উৎসুক জনতা চারিদিকে ভিড় করে ফ্ল্যাশমোব উপভোগ করে। পরে চুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে চুয়েট চলচ্চিত্র সংসদের সহযোগিতায় মুক্তযুদ্ধভিত্তিক চলচ্চিত্র  ‘ভুবন মাঝি’  প্রদর্শিত হয় ।
পরবর্তী দিন দুপুর ১২ টায়  চুয়েট গোলচত্ত্বরে ফ্ল্যাশমোবের মাধ্যমে দ্বিতীয় দিনের আয়োজনের   সূচনা হয় ।এরপর শুরূ হয় রং উৎসব । শিক্ষার্থীরা নেচে গেয়ে একে অপরকে রং লাগিয়ে এ উৎসব পালন করে । এ সময় শিক্ষার্থীদের হৈ হুল্লোড়  ও নাচ গানে বাস্কেটবল গ্রাউন্ডে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। ১২ ব্যাচের   যন্ত্রকৌশল বিভাগের বিভাগের শিক্ষার্থী মাশিয়াত মুসতাসির বলেন , আমার জীবনের শ্রেষ্ঠ চারটি বছর আমি এ বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছি। চোখের পলকেই চারটি  বছর চলে গেল ।  বিদায়ের কথা ভেবে যেমন খারাপ লাগছে  আবার সবাইকে কাছে পেয়ে  এক  অদ্ভুত রকমের ভাল লাগাও কাজ করছে।


সন্ধ্যায় র‌্যাগ ২০১৭ এর মশাল মিছিল অনুষ্ঠিত হয় । মশাল হাতে নিয়ে র‌্যাগ ব্যাচের শিক্ষর্থীরা স্লোগান দেয় ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে । এ সময় চারিদিকে মশালের আলোয়  অলো আঁধারের এক চমৎকার পরিবেশ সৃষ্টি হয়। এরপর শুরূ হয় ফানুশ ও আতশবাজির খেলা ।  বিভিন্ন রঙের ফানুশ ও  আতশবাজিতে চুয়েটের আকাশ  হয়ে ওঠে রঙিন । রাতে ওয়ার্নিং এবং স্টোন ব্যান্ডের সহযোগিতায় এক মনোমুগ্ধকর কনসার্ট অনুষ্ঠিত হয় । র‌্যাগ উদযাপন কমিটির কনভেনর সোহানুর রহমান সৈকত বলেন , শত বাঁধা বিপত্তির মাঝে এ রকম একটি অনুষ্ঠান উপহার দিতে পেরে আমাদের ভাল লাগছে । আশা করি আমরা সামনে সফলভাবে র‌্যাগ অনুষ্ঠিত করতে সক্ষম হব ।   

 

ঢাকা, ২২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ