Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাবলিক বিশ্ববিদ্যালয়ে হলে থাকা ছাত্রকে কেন বিয়ে করবেন?

প্রকাশিত: ৩ মার্চ ২০১৭, ০৭:৪৩

পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আবার হলে থাকে এমন ছেলেদের বিয়ে করার বেশ কয়েকটি কারণ খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে রম্য এই লেখাটিতে।
যে সাতটি কারণে মেয়েদের ওই ছেলেদের বিয়ে করার প্রতি আগ্রহ জন্মাতে পারে চলুন দেখে নেয়া যাক :
.
(১)ভার্সিটির হলে থাকা ছেলেরা জামাকাপড় পরিষ্কার করতে পারে। তারা তাদের রুম পরিষ্কার করতে পারে। আপনি সারা দিন সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকলেও আপনাকে কিছু বলবে না।
.
(২) ক্যান্টিনের খাবার খেতে খেতে তারা খাবারের স্বাদই ভুলে যায়, তাই আপনার রান্না যতই বাজে হোক না কেন,
তা নিয়ে কখনোই হলে থাকা কোনো ছেলে অভিযোগ করবে না। খেতে পারছে—এটাই অনেক কিছু মনে করে
আপনাকে ধন্যবাদ জানাবে।
.
(৩) তারা ৫ মিনিটে রেডি হয়ে আপনাকে নিয়ে বের হতে পারবে। কারণ সকাল ৭টা ৫০ মিনিটে ঘুম থেকে উঠে তারা সকাল ৮টার ক্লাসে উপস্থিত হতে পারে।
.
(৪) শোনা গেছে, উসাইন বোল্ট নাকি এভাবে সকাল ৮টার ক্লাসে দৌড়ে যেতে যেতেই অলিম্পিকে এতগুলো গোল্ড মেডেল পেয়েছেন! হলে থাকা ওই ছেলেরাও কখন যে গোল্ড মেডেল পেয়ে যায় বলা মুশকিল। তখন হয়তো আফসোস করতে পারেন।
.
(৫) হলে থাকা বেশির ভাগ ছেলেই টিউশনি করায়। বাচ্চা থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত সবাইকে তারা পড়াতে
পারে। তাই ভবিষ্যতে আপনার বাচ্চাকে কিভাবে পড়াতে হবে, সে টেনশন আপনাকে নিতে হবে না। সে দায়িত্ব
তারাই নিতে পারবে।
.
(৬) হলে থাকা ছেলেদের মাসের শেষের দিকে টাকাপয়সা ফুরিয়ে গেলেও যেভাবেই হোক তারা সায়েন্টিফিক ক্যালকুলেটরের থেকেও ভালোভাবে হিসাব করে মাসের বাকি দিনগুলো চলতে পারে। এ জন্য তাদের ইনকাম যতই কম হোক না কেন, আপনার সংসার ঠিকই
তারা ভালোভাবে চালাতে পারবে।
.
(৭) প্রথম বর্ষে প্রোগ্রাম আর সিনিয়রদের কথা শুনতে শুনতে তারা ভুলেই যায় যে তাদের আসলেই কেউ ভালোবাসতে পারে। তাই আপনার সামান্য ভালোবাসার বিনিময়ে আপনাকে অনেক বেশি পরিমাণ ভালোবাসতে পারবে।
.
এখন সিদ্ধান্ত আপনার। জীবনে সুখী, সুন্দর ও সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই হলে থাকা কোনো ছেলেকে আপনার বিয়ে করা উচিত।

[সংগৃহিত]


ঢাকা, ০৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ