Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ধরনের কাপল দেখা যায়!

প্রকাশিত: ২৪ অক্টোবার ২০১৮, ১৬:৪২

হাসান রনি : বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা ধরনের কাপল দেখতে পাই। ভেতরে সিগারেটের ধোয়া ছাড়াই জ্বলে, তাদের দেখে। যে ধরনের কাপল ক্যাম্পাসে দেখা যায়-

১। পরিপাটি : এরা ক্যাম্পাসে এলে সকালে একসাথে নাস্তা করে, হালকা গল্প করে। সুন্দর প্রেম করে।

২। পড়ুয়া : এদের লক্ষ্য হয় বিসিএস নয়তো ভার্সিটির টিচার হবে। তাই দিন রাত একজন আরেকজনকে পড়ায়। ম্যাসেঞ্জারেও একে অপরকে প্রশ্ন করে আচ্ছা H20 জিনিসটা কি?

৩। কেয়ারিং : বাবু খাইছো? মাথা ব্যথা করছে-মাথা টিপে দিব? রান্না করে আনে, একজন আরেকজনের অ্যাসাইনমেন্ট লিখে দেয়।

৪। ধান্দাবাজ : এদের মধ্যে জুনিয়র সিনিয়রের সাথে প্রেম করে শুধু শিট, বই এসব পাওয়ার আশায়।

৫। খেলোয়াড় : একি সাথে ৪-৫ জায়গায় মন দিয়ে বেড়ায়। এদের ক্ষমতা রাজনৈতিক নেতাদের থেকেও বেশি। সেই ম্যানেজ করতে পারে। আর সুযোগ পেলেই চিপায়।

৬। হিংসুক : এরা অপরের প্রেম দেখে খালি জ্বলে, আর স্টার জলসার মতো কুটনামি করে। অন্যদের খারাপ নিয়ে পড়ে থাকে।

৭। খাদক : এরা সারাদিন শুধু এটা ওটা খায় (খাবার)। যখনই যাবেন ওদের ক্যাফেটেরিয়ায় দেখতে পাবেন।

৮। বিবাহিত সিঙ্গেল : এ কোয়ালিটির পোলাপান এলাকায় বিয়ে করে এসে ক্যাম্পাসে সে সিঙ্গেল। আর তার অভাবও হয় না সঙ্গীর।

৯। ফ্লাটমেট : কিছু পাবলিক আছে যারা স্কুল কলেজে প্রেম করে আসছে ক্যাম্পাসও একি। বাড়ি অন্য এলাকায়। তখন তারা ফ্লাটভাড়া করে একসাথে থাকে।

১০। আর আমরা হলাম আমজনতা, আমাদের আমও নাই ছালাও নাই।

হাসান রনি
শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ