Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির সমাবর্তনের দিনে আপনি যা করতে পারেন

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০১৮, ১৮:২৮

ঢাবি লাইভ : সামনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। চলছে প্রস্তুতি। প্রস্তুত হচ্ছেন গ্র্যাজুয়েটরাও। নানা ধরেনের প্ল্যানও করে ফেলেছেন অনেকেই। আগে থেকে প্ল্যান করা থাকলে সামবর্তনের দিনটিকে স্মৃতিময় করে রাখা যায়। চলুন জেনে নেই সমাবর্তনের দিনে আপনি কি কি করতে পারেন :

১। আপনার পছন্দের গানের প্লেলিস্ট তৈরি করে রাখুন এবং তা শুনুন। গানের তালিকায় দেশ-মাটি-মানুষের টান সৃষ্টি হয় এরকম গান অবশ্যই থাকবে। সাথে তো ডিজে গান অবশ্যই।

২। সমাবর্তন দিনের ক্যাম্পাসে পৌঁছেই আপনার অভিজ্ঞতা অবশ্যই বন্ধুদের সাথে ফেইসবুকে কিংবা আড্ডায় শেয়ার করতে পারেন।

৩। নিজের স্টাইলে অবশ্যই ছবি তুলুন। যা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। প্রিয় শিক্ষক ও বন্ধুদের সাথে ছবি যেন মিস না যায়।

৪। গাউন গায়ে অবশ্যই নিজেকে সেরা ভাবতে হবে। এতে আত্মবিশ্বাস বাড়বে। বাবা মায়ের সাথে ক্যাম্পাসে ছবি তুলতে পারেন। আজকের এই দিনেই আপনিই সুপার স্টার। আর পেছনের কারিগর আপনার বাবা মা ভাই বোন। সুতরাং তাদেরকে আপনার ক্যাম্পাসে এনে ছবি তুলুন।

৫। এই দিনের জন্য একজন ফটোগ্রাফার নিতে পারেন। যে শুধু আপনার বিভিন্নক্ষণের ছবি তুলবে।

৬। সমাবর্তনের প্যান্ডেলে আপনার পাশে কিংবা সামনে যে বসবে তার সাথে অবশ্যই কথা বলবেন। আপনার চিন্তা চেতনা তার শেয়ার করতে পারেন।

৭। প্রতিটি আনন্ধঘন মুহূর্তে হাত তালি দিতে যেন ভুল না হয়। তাহলে আপনি সমাবর্তনের দিনের অনেক কিছুই মিস করবেন।

৮। আপনি যদি পদকধারী হন তাহলে স্টেজে যাওয়ার সময় ঘাবাড়ানো যাবেনা। স্মার্টলি রাষ্ট্রপতির সাথে হ্যান্ডশেক করতে হবে।

৯। এদিন বন্ধুদের নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে বেড়ানো এবং এক সাথে লাঞ্ছ এ এক অন্যরকম আনন্দ।

১০। পেছনের গ্লানি ভুলে এদিনেই শপথ নিতে হবে ভবিষ্যৎ উজ্জ্বল করবনেই।


ঢাকা, ৩১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ